পি. ভি. বেঞ্জামিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পি. ভি. বেঞ্জামিন
জন্ম
কেরালা, ভারত
পুরস্কারপদ্মশ্রী

পেরাকাথ ভার্গিস বেঞ্জামিন ছিলেন একজন ভারতীয় চিকিৎসক এবং চিকিৎসা লেখক। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একটি সেন্ট থমাস খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন, বেঞ্জামিন ছিলেন ভারত সরকারের প্রাক্তন যক্ষ্মা উপদেষ্টা এবং ভারতের যক্ষ্মা সমিতির প্রযুক্তিগত উপদেষ্টা। [১] তিনি ইন্ডিয়ান জার্নাল অফ টিউবারকিউলোসিস (আইজেটি) এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবেও কাজ করেছেন। [২] তিনি স্বাধীনতার পরের যুগে যক্ষ্মার বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারের প্রচেষ্টার বর্ণনা করেছেন, ইন্ডিয়া'স ফাইট এগেনস্ট টিউবারকুলোসিস- ১৯৫৬ বইয়ে। [৩] ভারত সরকার তাকে ১৯৫৫ সালে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে, চিকিৎসা ক্ষেত্রে তার অবদানের জন্য চতুর্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক পুরস্কার। তিনি কেরালা রাজ্যের প্রথম ব্যক্তি যিনি এই পুরস্কার জিতেছেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "TBASS"। TBASS। ২০১৫। সংগ্রহের তারিখ এপ্রিল ১, ২০১৫ 
  2. Indian Journal of Tuberculosis। Elsevier। ২০১৫। 
  3. Dr. P. V. Benjamin (১৯৫৬)। India's Fight Against Tuberculosis - 1956। Diocesan Press, Madras। ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩ 
  4. "Padma Shri" (পিডিএফ)। Padma Shri। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১১, ২০১৪ 

আরও পড়া[সম্পাদনা]

  • Dr. P. V. Benjamin (১৯৫৬)। India's Fight Against Tuberculosis - 1956। Diocesan Press, Madras। 

টেমপ্লেট:Padma Award winners of Kerala