পিসমেকার (টিভি ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিসমেকার
ধরন
নির্মাতাজেমস গান
ভিত্তিডিসি কমিক্সের চরিত্রের কর্তৃক 
ডিসি কমিক্স
লেখকজেমস গান
অভিনয়ে
সঙ্গীত রচয়িতা
  • ক্লিন্ট ম্যানসেল
  • কেভিন কিনার


উদ্বোধনী সঙ্গীতউইগ ওয়াম রচিত "ডু ইয়া ওয়ানা টেস্ট ইট"
মূল দেশযুক্তরাষ্ট্র
মূল ভাষাইংরেজি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা
নির্মাণ
নির্বাহী প্রযোজক
  • ম্যাট মিলার
  • পিটার স্যাফরান
  • জেমস গান


প্রযোজক
  • লারস উইনদার
  • জন এইচ. স্টার্ক
  • জন রিকার্ড


নির্মাণের স্থানভ্যানকুভার, কানাডা
চিত্রগ্রাহকমাইকেল বনভিল্যান ল
সম্পাদক
  • ফ্রেড রাস্কিন
  • টড ব্যুশ
  • গ্রেগ ডি'অরিয়া


ব্যাপ্তিকাল৩৯-৪৬ মিনিট
নির্মাণ কোম্পানি


পরিবেশকওয়ার্নারমিডিয়া ডিরেক্ট
মুক্তি
মূল নেটওয়ার্কএইচবিও ম্যাক্স
ছবির ফরম্যাটএইচডিটিভি ১০৮০পিক্সেল
অডিওর ফরম্যাট৫.১ পারিপার্শ্বিক শব্দ
মূল মুক্তির তারিখ১৩ জানুয়ারি ২০২২ (2022-01-13) –
চলমান (চলমান)
ক্রমধারা
পূর্ববর্তীদ্য সুইসাইড স্কোয়াড
বহিঃসংযোগ
আনুষ্ঠানিক ওয়েবসাইট
নির্মাণ ওয়েবসাইট

পিসমেকার হলো ডিসি কমিকসের একই নামের চরিত্র কেন্দ্রিক একটি মার্কিন টিভি ধারাবাহিক যা স্ট্রিমিং পরিষেবা এইচবিও ম্যাক্সের জন্যে জেমস গান কর্তৃক নির্মিত। এটি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের প্রথম টিভি ধারাবাহিক এবং ২০২১ সালের চলচ্চিত্র দ্য সুইসাইড স্কোয়াড এর একটি স্পিন-অফ বা উপজাত। প্রোক্ত চলচ্চিত্রটির ঘটনাসমূহের পরবর্তী সময়ে সংঘটিত এই ধারাবাহিকের গল্প এগোয় ঘাতক ক্রিস্টোফার স্মিথ/পিসমেকারের প্রজেক্ট বাটারফ্লাই নামক এক গুপ্ত অভিযানের দলে যোগদানের মাধ্যমে, যারা বাটারফ্লাই তথা প্রজাপতি সদৃশ এক ভিনগ্রহী পরজীবির বিষয়ে তদারকি করে। ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশনের সহযোগিতায় এই ধারাবাহিকটি প্রযোজনা করেছে দ্য স্যাফরান কোম্পানি এবং ট্রোল কোর্ট এন্টারটেইনমেন্ট এবং নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন জেমস গান।

তথ্যসূত্র[সম্পাদনা]