পিসমেকার (টিভি ধারাবাহিক)
অবয়ব
পিসমেকার | |
---|---|
![]() | |
ধরন |
|
নির্মাতা | জেমস গান |
উৎস | ডিসি কমিক্সের চরিত্রের কর্তৃক ডিসি কমিক্স |
লেখক | জেমস গান |
শ্রেষ্ঠাংশে | |
সঙ্গীত রচয়িতা |
|
প্রারম্ভিক সঙ্গীত | উইগ ওয়াম রচিত "ডু ইয়া ওয়ানা টেস্ট ইট" |
দেশ | যুক্তরাষ্ট্র |
মূল ভাষা | ইংরেজি |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৪ |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক |
|
প্রযোজক |
|
নির্মাণ স্থান | ভ্যানকুভার, কানাডা |
চিত্রগ্রাহক | মাইকেল বনভিল্যান ল |
সম্পাদক |
|
স্থিতিকাল | ৩৯-৪৬ মিনিট |
নির্মাণ প্রতিষ্ঠান |
|
পরিবেশক | ওয়ার্নারমিডিয়া ডিরেক্ট |
মুক্তি | |
নেটওয়ার্ক | এইচবিও ম্যাক্স |
মুক্তি | ১৩ জানুয়ারি ২০২২ চলমান | –
পিসমেকার হলো ডিসি কমিক্সের একই নামের চরিত্র কেন্দ্রিক একটি মার্কিন টিভি ধারাবাহিক যা স্ট্রিমিং পরিষেবা এইচবিও ম্যাক্সের জন্যে জেমস গান কর্তৃক নির্মিত।[১] এটি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের প্রথম টিভি ধারাবাহিক এবং ২০২১ সালের চলচ্চিত্র দ্য সুইসাইড স্কোয়াড এর একটি স্পিন-অফ বা উপজাত। প্রোক্ত চলচ্চিত্রটির ঘটনাসমূহের পরবর্তী সময়ে সংঘটিত এই ধারাবাহিকের গল্প এগোয় ঘাতক ক্রিস্টোফার স্মিথ/পিসমেকারের প্রজেক্ট বাটারফ্লাই নামক এক গুপ্ত অভিযানের দলে যোগদানের মাধ্যমে, যারা বাটারফ্লাই তথা প্রজাপতি সদৃশ এক ভিনগ্রহী পরজীবির বিষয়ে তদারকি করে। ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশনের সহযোগিতায় এই ধারাবাহিকটি প্রযোজনা করেছে দ্য স্যাফরান কোম্পানি এবং ট্রোল কোর্ট এন্টারটেইনমেন্ট এবং নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন জেমস গান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Peacemaker"। John Cena, Danielle Brooks, Freddie Stroma। ২০২২-০১-১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট at WarnerBros.com
- দাপ্তরিক ওয়েবসাইট at DC.com
- Peacemaker on HBO Max
- ইন্টারনেট মুভি ডেটাবেজে পিসমেকার (ইংরেজি)
- রটেন টম্যাটোসে পিসমেকার (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- এইচবিও ম্যাক্সের মৌলিক অনুষ্ঠান
- কল্পকাহিনীতে সরকার
- ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স
- মার্কিন ইংরেজি ভাষার টেলিভিশন অনুষ্ঠান
- মার্কিন অ্যাকশন টেলিভিশন ধারাবাহিক
- ২০২২-এ অভিষিক্ত মার্কিন টেলিভিশন ধারাবাহিক
- ভ্যাঙ্কুভারে ধারনকৃত টেলিভিশন অনুষ্ঠান
- ডিসি কমিক অবলম্বনে টেলিভিশন অনুষ্ঠান
- জেমস গান কর্তৃক নির্মিত টেলিভিশন ধারাবাহিক
- ওয়ার্নার ব্রোজ টেলিভিশন স্টুডিওর টেলিভিশন ধারাবাহিক
- সহিংসতা সম্পর্কে টেলিভিশন ধারাবাহিক
- ধারাবাহিক নাট্য টেলিভিশন ধারাবাহিক
- এলজিবিটিকিউ-সম্পর্কিত সুপারহিরো টেলিভিশন অনুষ্ঠান
- পরজীবী সম্পর্কে কল্পকাহিনী
- মার্কিন সুপারহিরো টেলিভিশন ধারাবাহিক
- ২০২০-এর দশকের মার্কিন সুপারহিরো হাস্যরসাত্মক টেলিভিশন ধারাবাহিক
- ২০২০-এর দশকের মার্কিন হাস্যরসাত্মক-নাট্য টেলিভিশন ধারাবাহিক