বিষয়বস্তুতে চলুন

পিলু খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিলু খান
জন্মনামশাহবাজ খান পিলু
জন্ম (1960-12-15) ১৫ ডিসেম্বর ১৯৬০ (বয়স ৬৩)
চট্টগ্রাম, বাংলাদেশ
পেশাগায়ক, সুরকার, ড্রামার, পরিচালক
দাম্পত্যসঙ্গীজারিন কবির দুর্দানা

শাহবাজ খান পিলু (জন্ম ১৫ ডিসেম্বর ১৯৬০) সাধারণত পিলু খান নামে পরিচিত, একজন বাংলাদেশী গায়ক, সঙ্গীত সুরকার, ড্রামার এবং পরিচালক।[১] তিনি বাংলাদেশী ব্যান্ড রেনেসাঁ এর একজন সদস্য এবং রক ব্যান্ড সোল্‌স এর একজন প্রাক্তন সদস্য।

কর্মজীবন[সম্পাদনা]

খান ১৯৭৪ সালে সোল্‌স-এ যোগ দেন। দশ বছর সোল্‌স-এ কাজ করার পর, তিনি ১৯৮৫ সালে রেনেসাঁ-এ যোগ দেন, যা তার বড় ভাই নকীব খান দ্বারা গঠিত হয়েছিল। তিন বছর পর, ১৯৮৮ সালে, ব্যান্ডের প্রথম অ্যালবাম রেনেসাঁ প্রকাশিত হয়। দ্বিতীয় অ্যালবামটি ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল তৃপ্তি বিষো, তৃতীয়টি ১৯৯৮ সালে একাত্তরের রেনেসাঁ শিরোনাম এবং চতুর্থ অ্যালবামটি ২০০৪ সালে একুশ শটকের রেনেসাঁ নামে। খান তার প্রথম একক অ্যালবাম তোমার ভালো লাগে ২০১৯ সালে প্রকাশ করেন।[২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

খানের নকীব খান এবং জালালউদ্দিন খান জিলু নামে দুই ভাই রয়েছে। তিনি জারিন কবির দুরদানাকে বিয়ে করেছেন এবং তার একটি পুত্র ও কন্যা রয়েছে। তার ছেলে, দামির, একজন সঙ্গীতশিল্পী।[৩]

ডিস্কোগ্রাফি[সম্পাদনা]

ব্যান্ড[সম্পাদনা]

রেনেসাঁ[সম্পাদনা]

  • রেনেসাঁ (১৯৮৮)
  • তৃতীয় বিশ্ব (১৯৯৩)
  • একাত্তরের রেনেসাঁ (১৯৮৮)
  • একুশ শতকের রেঁনেসা (২০০৪)

একক[সম্পাদনা]

  • তোমরা ভালো আছো তো (২০১৯)[৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jazz notes with Pilu Khan"। ২৩ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৩ 
  2. "The current generation musicians extremely talented"। ১৬ আগস্ট ২০১৯। 
  3. Shahnewaz, Sadi Mohammad (২০১৯-০৭-০৫)। "An 'Easier' debut for DAMEER"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২১ 
  4. "Pilu Khan's first songs"। ২৩ জুন ২০২৩। ২৩ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৩ 
  5. "Pilu Khan bringing his first music album"। ২৩ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৩