পিয়লি ফুকন (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিয়লী ফুকন
পরিচালকফণী শর্মা
প্রযোজকগামা প্রসাদ আগরওয়ালা (রূপজ্যোতি প্রডাকশন)[১]
রচয়িতাফণী শর্মা
চিত্রনাট্যকারফণী শর্মা
শ্রেষ্ঠাংশেফণী শর্মা
ইভা আচাও
জ্ঞানদা কাকতি
সুরকারভূপেন হাজরিকা
চিত্রগ্রাহকসুবোধ বন্দ্যোপাধ্যায়
সম্পাদককমল গাংগুলী
মুক্তি২ ডিসেম্বর ১৯৫৫[২]
স্থিতিকাল১ ঘণ্টা ১৫ মিনিট
দেশভারত ভারত
ভাষাঅসমীয়া

পিয়লি ফুকন ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত অসমীয়া চলচ্চিত্র। ফণী শর্মা চলচ্চিত্রের পরিচালক ছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের তেজস্বী যোদ্ধা পিয়লি ফুকনের সংগ্রাম ও দেশপ্রেম চলচ্চিত্রে পরিলক্ষিত হয়েছে[১]। উল্লেখযোগ্য যে পিয়লি ফুকন চলচ্চিত্রটি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত প্রথম চলচ্চিত্র[৩]

কাহিনী[সম্পাদনা]

ব্রিটিশ শাসনের বিরোধিতা করা সংগ্রামী ব্যক্তিসূহের মধ্যে পিয়লি ফুকন ছিলেন অন্যতম। ১৮৩০ সালে তাঁর কণ্ঠরোধ করার জন্য ব্রিটিশ সরকার ফাঁসীর গোষনা করে। ব্রিটিশের বিরূদ্ধে ষড়যন্ত্র রচনা করার অভিযোগে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে বলে ইংরেজরা দাবী করেছিল। ফণী শর্মা চলচ্চিত্রটির কাহিনী লিখেছিলেন।

শিল্পী[সম্পাদনা]

  • ফণী শর্মা
  • রেবেকা আচাও
  • ইভা আচাও
  • চন্দ্রধর গোস্বামী,
  • হীরেণ চৌধুরী,
  • জ্ঞানদা কাকতি,
  • বীণা দাস মান্না,
  • রমেশ শৰ্মা, তুলসী দাস, ভূপেন বরুয়া, দুৰ্গা গোস্বামী, বিবেক আগরওয়ালা, নেইমুদ্দিন, ঝর্ণা, নয়নী[৪]

অন্যান্য ব্যক্তিগণ[সম্পাদনা]

  • সঙ্গীত- ভূপেন হাজরিকা
  • গীতিকার - ভূপেন হাজরিকা
  • কণ্ঠ- ভূপেন হাজরিকা, গুণদা দাস
  • ক্যামেরা- সুবোধ বন্দ্যোপাধ্যায়
  • সহকারী পরিচালক- অজয় চলিহা, ভবেন দাস
  • শব্দ- গৌর দাস
  • সম্পাদনা- কমল গাঙ্গুলী, প্ৰতুল রায় চৌধুরী (সহকারী)
  • কলা- পাচু চক্রবর্তী
  • প্ৰচার- প্ৰসন্ন কুমার দাস
  • আলো- হেমন্ত দাস, মণ্টু সিং, আহমেদ, সুখরঞ্জন
  • স্থির চিত্র- কুমার ষ্টুডিও[৪]

সঙ্গীত[সম্পাদনা]

পিয়লি ফুকন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন ভূপেন হাজরিকা। তিনিই গানগুলো রচনা করেছেন। গানে কন্ঠদান করেচেন ভূপেন হাজরিকা ও গুণদা দাস। গাওঁরে জীয়রী সপোণ সুন্দরী গানটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে[২]

গানের তালিকা
নং.শিরোনামগায়ক/গায়িকাদৈর্ঘ্য
১."গাওঁরে জীয়রী সপোণ সুন্দরী"ভূপেন হাজরিকা 
২."অহো হো মহো হো"ভূপেন হাজরিকা ও সংগীবৃন্দ 
৩."উজাই বুরাই দিলে শিহু কি ঘরিয়াল"ভূপেন হাজরিকা গুণদা দাস 
৪."পিয়লী পিয়লী, কোতনো লুকালি"  
৫."দুখরো উপরি দুখ মোর রাইজঐ"ভূপেন হাজরিকা গুণদা দাস 
৬."অসমীর মুখতে হাঁহি নাই এতিয়া"সমসাদ বেগম, ভূপেন হাজরিকা গুণদা দাস 
৭."তেজরে কমলাপতি (বরগীত)"ভূপেন হাজরিকা[৫] 

সম্মান[সম্পাদনা]

১৯৫৫ সালে রাষ্ট্রীয় চলচ্চিত্র মহোৎসবে রাষ্ট্রপতি দ্বারা শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যদা লাভ করেছিল। উল্লেখযোগ্য যে অসমীয়া চলচ্পিচিত্রের মধ্যে পিয়লি ফুকন সর্বপ্রথম রাষ্ট্রপতি থেকে সম্মান লাভ করেছে[২][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.assams.info/movies/pioli-phukan-1955
  2. "পিয়লী ফুকন"। ২৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০ 
  3. http://as.vikaspedia.in/education/childrens-corner/9959c198799c-9ae99e9cd99a/9ae99e9cd99a-99a9b299a9cd99a9bf9a49cd9f0
  4. "Piyoli Phukan"। ৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 02-10-2019  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. অসমীয়া চলচ্চিত্রের গানের সংকলন। 1985।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য);
  6. "State Awards for Films, Films in India, 1956" (পিডিএফ)। 1956। ২ অক্টোবর ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 02-10-2019  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)