পিপলোড়া রাজ্য
পিপলোড়া রাজ্য पिपलोडा | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১৫৪৭–১৯৪৮ | |||||||
![]() মালব এজেন্সির '4' দাগের নিকট পিপলোড়া রাজ্য | |||||||
আয়তন | |||||||
• ১৯০১ | ১৫৫ বর্গকিলোমিটার (৬০ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯০১ | ১১,৪৪১ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৫৪৭ | ||||||
১৯৪৮ | |||||||
|
পিপলোড়া রাজ্য [১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির মালব এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।
রাজ্যটির সদর ও প্রশাসনিক দপ্তর ছিল পিপলোদা শহরে, যা বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যের রৎলাম জেলায় অবস্থিত। রাজ্যটি ১৫৫ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল।
ইতিহাস[সম্পাদনা]
পিপলোড়ার ঠাকুর শাসকরা ছিলেন দোদিয়া রাজপুত, তাদের মূল বাসস্থান কাথিয়াবাড় অঞ্চলে৷ তাদেরই কোনো উত্তরসূরী তথা রাজ্যের রাজপরিবারের পূর্বসূরী কালুজী ১২৮৫ খ্রিষ্টাব্দে কাথিয়াবাড় থেকে মালব অঞ্চলে আসেন ও সবলগড় দুর্গ দখল করেন৷ কালুজীর ষষ্ঠ সন্তান শার্দুল সিং রাজ্য বিস্তারের প্রতি নজর দেন এবং পিপলোড়া গ্রাম প্রতিষ্ঠা করেন৷ মালব অঞ্চলে মারাঠাদের উত্থানের সময়ে পিপলোড়ার আয়তন বিপুল হারে হ্রাস প্রাপ্ত হয় এবং বাকী অংশ আমির খান পিণ্ডারীর সামন্ত রাজ্যে পরিণত হতে বাধ্য হন৷ মান্দসৌরের চুক্তি অনুসারে পিপলোড়া উপকৃত হয় এবং পার্শ্ববর্তী জাওরা দেশীয় রাজ্যে পরিণত হয়৷ রাজ্যের ঠাকুরেরা জাওরার নবাবের নিকট বার্ষিক ২৮,০০০ ভারতীয় মুদ্রা রাজস্ব দানের বিনিময়ে তাদের নিজেদের অঞ্চল শাসন করার অধিকার পান৷ সিপাহী বিদ্রোহের সময়ে পিপলোড়ার শাসকরা তাদের নিজস্ব সেনা মান্দসৌরে প্রেরণ করে ব্রিটিশ সরকারকে সহায়তা করেন৷ ১৯০১ খ্রিস্টাব্দে ২৮ টি গ্রাম সংবলিত পিপলোড়া রাজ্যটির জনসংখ্যা ছিলো ১১,৪৪১ জন এবং রাজস্বের পরিমাণ ছিলো ৯৫,০০০ ভারতীয় মুদ্রা৷ [২] ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর এই পিপলোড়া রাজ্য ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্বাধীন ভারতে প্রাথমিকভাবে ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৫ই জুন এটিকে মধ্যভারত ও পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যে অংশীভূত করা হয়।
শাসকবর্গ[সম্পাদনা]
পিপলোড়া দেশীয় রাজ্যের শাসকগণ ঠাকুর উপাধিতে ভূষিত হতেন৷
ঠাকুর[সম্পাদনা]
- .... - .... সদল সিং
- ১৮২০ - ১৮.. পৃথ্বী সিং
- ১৮.. - ১৮.. উমেদ সিং
- ১৮.. - ১২ নভেম্বর ১৮৬৩ ওঙ্কার সিং
- ৩০ নভেম্বর ১৮৬৩ – ২৬ অক্টোবর ১৮৮৮ দুলাল সিং
- ৮ নভেম্বর ১৮৮৮ - ৪ নভেম্বর ১৯১৯ কেশরী সিং
- ৫ নভেম্বর ১৯১৯ - ১৯৩৬ মঙ্গল সিং
- ১৯৩৬ - ১৫ জুন ১৯৪৮ রঘুরাজ সিং