বিষয়বস্তুতে চলুন

পালায়ক্কারান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পালায়ক্কারান ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি তেলেগু জাতি [] [] তারা বিভিন্নভাবে পালায়ক্কারা নাইডু, পালায়ক্কারা নাইকার, মুথিরিয়া নাইডু এবং মুথিরিয়া নাইকার নামে পরিচিত। তাদের পূর্বপুরুষরা বর্তমানে অন্ধ্র প্রদেশ রাজ্যের সৈনিক ছিলেন, যেখানে তারা পলিগারদের সেবা করতেন। [] এইভাবে, অনেকে এখনও বাড়িতে তেলেগু ভাষা এবং বাইরে তামিল ভাষায় কথা বলে। সম্প্রদায়টি বেশিরভাগই তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু [] এবং উত্তর আরকোট [] জেলায় ছড়িয়ে পড়েছে তবে মূলত বর্তমানে অন্ধ্র প্রদেশ রাজ্যের বাসিন্দা। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Health and Culture in a South Indian Village। Sterling। ১৯৭৯। পৃষ্ঠা 63। 
  2. Census of India, 1901 - Volume 15, Issue 1। India. Census Commissioner। ১৯০২। 
  3. Health and Culture in a South Indian Village। Sterling। ১৯৭৯। পৃষ্ঠা 63। 
  4. Census of India, 1891 - Volume 13। Otto Harrassowitz Verlag। ১৮৯১। পৃষ্ঠা 219। 
  5. Lured Away: The Life History of Indian Cane Workers in Mauritius। Mahatma Gandhi Institute। ১৯৮৪। পৃষ্ঠা 121। 
  6. Health and Culture in a South Indian Village। Sterling। ১৯৭৯। পৃষ্ঠা 63।