বিষয়বস্তুতে চলুন

পার্স ইন্টারমেডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পার্স ইন্টারমেডিয়া
Median sagittal through the hypophysis of an adult monkey. (Pars intermedia labeled at bottom center.)
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনpars intermedia adenohypophyseos
টিএ৯৮A11.1.00.004
A09.4.02.017
টিএ২3858
টিএইচH3.08.02.2.00007
এফএমএFMA:74632
শারীরস্থান পরিভাষা

পার্স ইন্টেরমেডিয়া (ইংরেজি: Pars intermedia) তথা অন্তর্বর্তী খণ্ড পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ও সম্মুখ খণ্ডের মধ্যবর্তী সীমানা নির্দেশকারী অংশ। এখানে তিন ধরনের কোষ দেখতে পাওয়া যায়: বেজোফিল, ক্রোমোফোব এবং কোলয়েড-পূর্ণ সিস্ট। সিস্টগুলি রাটকে-র থলির অবশেষ।

মানুষের ফিটাসে এই অঞ্চল থেকে মেলানোসাইট উদ্দীপক হরমোন নিঃসৃত হয়, যা ত্বকে মেলানোসাইট কোষগুলি থেকে মেলানিন রঞ্জকের নিঃসরণ ঘটায়। পূর্ণবয়স্ক মানুষের দেহে পার্স ইন্টারমেডিয়া হয় খুব ক্ষুদ্র অথবা সম্পূর্ণ অনুপস্থিত।