পশ্চাৎ পিটুইটারি
অবয়ব
(পার্স নার্ভোসা থেকে পুনর্নির্দেশিত)
পশ্চাৎ পিটুইটারি | |
---|---|
বিস্তারিত | |
পূর্বভ্রূণ | Neural tube (downward-growth of the diencephalon)[১] |
ধমনী | নিম্ন হাইপোফাসিয়াল ধমনী |
শিরা | হাইপোফাসিয়াল শিরা |
শনাক্তকারী | |
লাতিন | glandula pituitaria, pars nervosa |
মে-এসএইচ | D010904 |
নিউরোনেমস | 401 |
নিউরোলেক্স আইডি | birnlex_1586 |
টিএ৯৮ | A11.1.00.006 |
টিএ২ | 3859 |
এফএমএ | FMA:74636 |
শারীরস্থান পরিভাষা |
পশ্চাৎ পিটুইটারি (ইংরেজি: Posterior pituitary বা neurohypophysis) বলতে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ খণ্ডকে বোঝায়। এটি অন্তঃক্ষরা তন্ত্রের একটি অংশ। হাইপোথ্যালামাস থেকে অ্যাক্সনসমূহের একটি গুচ্ছ সম্মুখ পিটুটারি গ্রন্থির পেছনে এসে শেষ হয়ে পশ্চাৎ পিটুইটারি গঠন করেছে। এটিকে স্নায়ুজ পিটুইটারিও বলা হয়।
পশ্চাৎ পিটুইটারিকে তিনটি অঞ্চলে ভাগ করা যায়: পার্স নার্ভোসা, ইনফান্ডিবুলার স্টক এবং মেডিয়ান এমিনেন্স। বলা প্রয়োজন পশ্চাৎ পিটুইটারি সরাসরি কোন হরমোন তৈরি করতে পারে না। হাইপোথ্যালামাসে হরমোন তৈরি হয়ে তা পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে আসে। পশ্চাৎ পিটুইটারি থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয় এগুলি হল অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। হরমোনগুলি জরায়ু সংকোচন, অনৈচ্ছিক পেশি সংকোচন, জলসাম্য রক্ষা ইত্যাদি নিয়ন্ত্রণ করে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Embryology at unc.edu
- ↑ মাধ্যমিক জীবন বিজ্ঞান, দ্বিতীয় খণ্ড: তুষারকান্তি ষন্নিগ্রহী, শ্রীভূমি পাবলিশিং কোম্পানি, কলকাতা, বছর:১৯৮৬,পৃ.৪১
বহিঃসংযোগ
[সম্পাদনা]- www.pituitary.org — The Pituitary Network Association