পারিপার্শ্বিকতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পারিপার্শ্বিকতা হল প্রদত্ত ভৌত অথবা ভৌগোলিক বিন্দু বা স্থানের চারিদিকে বিরাজমান স্থান বা ক্ষেত্র। এর সঠিক সংজ্ঞা বিবেচ্য বিষয় বা প্রেক্ষিতের উপর নির্ভরশীল।  আক্ষরিক অথবা রূপক ক্ষেত্রে উপযুক্ত এবং বিস্তারিত সজ্ঞা প্রদান করে ভৌগলিক (যেখানে এর অর্থ মূলত নিকটবর্তিতা অথবা নৈকট্য) বিষয়ের ক্ষেত্রে, গণিতে এবং দর্শনশাস্ত্রেও পারিপার্শ্বিকতা শব্দ ব্যবহার করা যেতে পারে।

তাপ গতিবিদ্যায় এই পরিভাষা  এবং এর সমার্থক শব্দ তথা পরিবেশ শব্দটি কে বিশেষায়িত সংজ্ঞার ক্ষেত্রে ব্যবহার করা হয় যা তাপ রসায়নিক ব্যবস্থার বাইরের সকল কিছুকে নির্দেশ করে। সরলীকৃত অর্থে অধিকাংশ সময় বুঝানো হয় যে শক্তি এবং বস্তু স্বাধীনভাবে পারিপার্শ্বিকতা এর মধ্যে চলাফেরা করতে পারে এবং এটা যে পারিপার্শ্বিকতা বা সারাউন্ডিং উপাদানগত দিক থেকে সমসত্ব।

আরো দেখুন[সম্পাদনা]

উইকিঅভিধানে পারিপার্শ্বিকতা-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।