পারভিন রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পারভিন রহমান
২০১১ সালের একটি স্বাক্ষাৎকারের স্ক্রিনশট
জন্ম২২ জানুয়ারি, ১৯৫৭
ঢাকা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১৩ মার্চ ২০১৩(2013-03-13) (বয়স ৫৬)
মৃত্যুর কারণহত্যাকাণ্ড
জাতীয়তাপাকিস্তানি
প্রতিষ্ঠানওরঙ্গি পাইলট প্রকল্প
পরিচিতির কারণকরাচির ওরঙ্গি পাইলট প্রকল্পের পরিচালিকা

পারভিন রহমান (২২ জানুয়ারি ১৯৫৭ - ১৩ মার্চ ২০১৩) ছিলেন একজন পাকিস্তানি সমাজকর্মী এবং ওরঙ্গি পাইলট প্রকল্প গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালিকা। ২০১৩ সালের ১৩ মার্চ তাকে হত্যা করা হয়েছিল। [১]

জীবনী[সম্পাদনা]

পারভিন রহমান ১৯৫৭ সালের ২২শে জানুয়ারি পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি একটি বিহারি পরিবারে অন্তর্ভুক্ত ছিলেন যা ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের পরে করাচিতে চলে গিয়েছিল।[২][৩] তিনি ১৯৮২ সালে দাউদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি [৪] এবং নেদারল্যান্ডসের রটার্ডামের হাউজিং স্টাডিজ ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে আবাসন, নির্মাণ ও নগর পরিকল্পনায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BBC News - Pakistan mourns murdered aid worker Parveen Rehman
  2. Abro, Khuda Bux (২১ মার্চ ২০১৩)। "How the land gradually devoured the sky"Dawn। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০ 
  3. Malik, Hasnaat (২২ জানুয়ারি ২০২০)। "'Land grabbers murdered social worker Parveen Rehman'"Express Tribune। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০ 
  4. CV as Board member of Saiban, submitted to Homeless International