পাথর জাদুঘর
অবয়ব
পাথর জাদুঘর | |
---|---|
ধর্ম | |
জেলা | পঞ্চগড় জেলা, রংপুর বিভাগ |
অবস্থান | |
অবস্থান | পঞ্চগড় সরকারি মহিলা কলেজ পঞ্চগড় |
দেশ | বাংলাদেশ |
পাথর জাদুঘর' পঞ্চগড় সরকারি মহিলা কলেজ চত্ত্বরে অবস্থিত একটি জাদুঘর।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৭ খ্রিষ্টাব্দে উক্ত কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হকের প্রচেষ্টায় পাথর জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর। [১]
উক্ত জাদুঘরে পঞ্চগড় জেলার প্রত্নতাত্ত্বিক ও লোকজ সংগ্রহ রয়েছে প্রায় ১,০০০ (এক হাজার) সংখ্যক এরও বেশি। পাথর জাদুঘরের অভ্যন্তরীণ ও উন্মুক্ত দুই রকমের গ্যালারি রয়েছে। অভ্যন্তরীণ গ্যালারিতে রয়েছে ক. বিভিন্ন আকৃতি, রং ও বৈশিষ্ট্যের আগ্নেয়শীলা, পাললিক শীলা ও নুড়ি পাথর, সিলিকা নুড়ি ও সিলিকা বালি, হলুদ ও গাঢ় হলুদ বালি, খনিজবালি, সাদা মাটি, তরঙ্গায়িত চ্যাপ্টা পাথর, লাইমস্টোন, পলি ও কুমোর মাটি এবং কঠিন শীলা। এখানে বহু বছরের পুরনো ইমারতের ইট, পোড়ামাটির মূর্তি দেখা যায়।[২][৩]
অবস্থান
[সম্পাদনা]পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, পঞ্চগড়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২২।
- ↑ "পঞ্চগড় জেলা"। ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১।
- ↑ "পঞ্চগড়ের পাথরের জাদুঘর 'রকস মিউজিয়াম'"। অধিকার নিউজ।
- ↑ "তথ্য বাতায়ন"। ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬।