বিষয়বস্তুতে চলুন

পাণ্ড্যন এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পান্ডিয়ন এক্সপ্রেস হলো ভারতীয় রেলওয়ে এর দক্ষীন রেলওয়ে জোনের একটি দ্রুত গতির রাত্রিকালীন রেলসেবা যা মাদুরা জংশন থেকে তিরুচিরাপল্লি হয়ে চেন্নাই ইগমোর পযর্ন্ত এবং ফিরতিপথে চলাচল করে।

পান্ডিয়ন এক্সপ্রেস।

বিবরন

[সম্পাদনা]

ভারতে রেলগাড়ীর প্রথম প্রচলন শুরু হয় ১৮৫৩ সালে এবং ১৯৫১ সালে পুরো রেলব্যবস্থাকে সরকারিকরন করা হয় এবং একটি একক প্রতিষ্ঠানে পরিনত করা হয় যা ভারতীয় রেলওয়ে নামে পরিচিত। একত্রিত হবার পর থেকেই ভারতীয় রেল ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে বড় রেল ব্যবস্থা হিসাবে ধরা হয়। ভারতীয় রেলব্যবস্থা ১৭ টি অঞ্চলে বিভক্ত এবং এখানে ৬৮ টি বিভাগ রয়েছে। ভারতীয় রেল ব্যবস্থায় পান্ডিয়ান এক্সপ্রেস ট্রেন একটি নামকরা ট্রেন। ট্রেনটির নাম স্মরণ করিয়ে দেয় খ্রীষ্ট্রপূর্ব ৬ষ্ঠ শতক হতে ১৭ শত খ্রীষ্ট্রাব্দ পর্যন্ত চলা পান্ডিয়ান রজত্বকে যা বলবৎ ছিল তমিলনাড়ু রাজ্যে। এটি একটি মানসম্পন্ন ট্রেন যাতে ২৪ টি বগি আছে। এটার চলার পথে প্রধান প্রধান শহড় সমূহ হচ্ছে চেংগালপট্টু, ভিলুপুরম, বৃদ্ধাচারন, অরিয়লপুর, তিরুচিরাপল্লী এবং দিনদিগুল। ট্রেন টি প্রতিদিন চলাচল করে এবং ৪৯৭ কিমি পথ অতিক্রম করে। ট্রেনটি সর্বোচ্চ ১১০ কিমি প্রতি ঘণ্টায় চলাচল করে। এটি একটি দক্ষীণ ভারতীয় রেল ব্যবস্থার একটি সম্মানিত ট্রেন ব্যবস্থা। এটি রকফোর্ট এক্সপ্রেসের সহিত বগি শেয়ার করে এবং মাদুরাই তে ইহার পরিচর্যা হয়।

ট্রেনটির বহিরাবরনের চেহারা দুই বার পরিবর্তন করা হয়েছিল – প্রথমবার ছিল “জলপাই-সবুজ পোশাক”, যা উপর এবং নিচের মধ্যে দুইটি হলুদ – রেখা দ্বারা আলাদা করা ছিল এবং পরবর্তিতে এটাকে খয়েরী রং দ্বারা পরিবর্তন করা হয়। এই ট্রেনটি ৬৭১৭/৬৭১৮ এই নম্বর দুটি দিয়ে সংখ্যায়িত ছিল। এটা মাদুরাই থেকে চেন্নাই এরম্বুর রেলওয়ে স্টেশন এবং উল্টোপথে ডব্লুইউ এ পি ৪ দ্বারা চালিত।

সময়সূচী

[সম্পাদনা]

ট্রেন নম্বর ১২৬৩৭ ২১:২০ বাজলে চেন্নাই এর এরম্বুর থেকে ছেড়ে যায় এবং সকাল ৬:১৫ মিনিটে মাদুরাই জংশনে পৌছায়। ট্রেন নম্বর ১২৬৩৮ যা কিনা মাদুরাই থেকে চেন্নাই এর পথে চলাচল করে তা ২০:৩৫ মিনিটে যাত্র শুরু করে এবং চেন্নাই এর এরম্বুর এ পৌছে ০৫:৩৫ মিনিটে। ট্রেনটি একটি চুক্তি আছে মই ব্যভহারের জন্য রকফোর্ট এক্সপ্রেসের সহিত যা (১৬১৭৭/১৬১৭৮) নম্বর নিয়ে চেন্নাই এবং ট্রিচি এর মধ্যে যাওয়া আসা করে।[][]

সময়সূচী চেন্নাই এরম্বুর থেকে মাদুরাই জংশন পর্যন্ত

স্টেশন ছাড়ার সময় পৌছানোর সময়
চেন্নাই

এরম্বুর (এমএস)

উৎস বিকাল

০৯:২০

তামবারম

(টিবিএম)

বিকাল

০৯:৪৬

বিকাল

০৯:৪৮

চেঙ্গালপট্টু

(সিজিএল)

বিকাল

১০:১৩

বিকাল

১০:১৫

ভিলুপুরম

জংশন(ভিএম)

বিকাল

১১:৪০

বিকাল

১১:৪৫

ভৃদ্ধাচলম

জং (ভিআরআই)

রাত

১২:২৫

রাত

১২:২৭

তিরুচচিরাপম্লি

(টিপিজে)

রাত

০৩:০০

রাত

০৩:০৫

মণপারৈ

(এমিপএ)

রাত

০৩:৩৩

রাত

০৩:৩৪

দিণ্ট্ক্কল

জংশন (দিজি)

রাত

০৪:৩০

রাত

০৪:৩৫

অম্বাতুরই

(এবিআই)

রাত

০৪:৪৬

রাত

০৪:৪৭

কোডৈকানল

রোড (কেকিউএন)

রাত

০৪:৫৯

রাত

০৫:০০

মাদুরাই রাত

০৬:১৫

গন্তব্য[]

সময়সূচী মাদুরাই (এমডিইউ) থেকে চেন্নাই এরম্বুর (এমএস)[]

স্টেশন ছাড়ার সময় পৌছানোর সময়
মাদুরাই উৎস রাত

০৮:৩৫

কোডৈকানল

রোড (কেকিউএন)

রাত

০৪:৫৯

রাত

০৫:০০

অম্বাতুরই

(এবিআই)

রাত

০৯:০৯

রাত

০৯:১০

দিণ্ডুক্কল

জংশন (দিজি)

রাত

০৯:২৩

রাত

০৯:২৪

মা্নপারই

(এমিপএ)

রাত

০৯:৩৮

রাত

০৯:৪৩

তিরুচচিরাপল্লি

(টিপিজে)

রাত

১০:২৪

রাত

১০:২৫

ভৃদ্ধাচলম

জং (ভিআরআই)

রাত

১১:০৫

রাত

১১:১০

ভিলুপুরম

জংশন(ভিএম)

রাত

০১:০২

রাত

০১:০৪

চেঙ্গালপট্টু

(সিজিএল)

বিকাল

০২:১৮

বিকাল

০২:২০

তামবারম

(টিবিএম)

বিকাল

০৪:১৩

বিকাল

০৪:১৫

মাম্বালম

(এমবিএম)

রাত

০৫:০৪

রাত

০৫:০৫

চেন্নাই

এরম্বুর (এমএস)

রাত

০৫:৩৫

গন্তব্য[]

পান্ডিয়ন এক্সপ্রেস দক্ষীণ ভারতের অন্যতম দ্রুতগতি সম্পন্ন ট্রেন যার গড় গতি ৫৪ কিমি/ঘণ্টা। এটা বৈদ্যতিক ইঞ্জিন ডব্লুউএপি-৭ এবং ডব্লুউএপি-৪ দারা চালিত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]