পাকিস্তান ফ্যাশন উইক
পাকিস্তান ফ্যাশন উইক ( পিএফডাব্লু ) প্রতি বছর পাকিস্তানের করাচিতে একটি ফ্যাশন ইভেন্ট । অনুষ্ঠানটি করাচিতে অবস্থিত একটি সংস্থা ফ্যাশন পাকিস্তান কাউন্সিল (এফপিসি) আয়োজন করে। এফপিডাব্লুটি প্রথম ২০০৯ সালে করাচির ম্যারিয়ট হোটেলে চালু হয়েছিল।
২০১২
[সম্পাদনা]এফপিডব্লিউর চতুর্থ সংস্করণটি ২০১২ সালের সেপ্টেম্বরে করাচিতে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানটি তিনদিন ধরে পাকিস্তানের আশেপাশের ফ্যাশন ডিজাইনারদের দুর্দান্ত প্রদর্শন নিয়ে আয়োজিত হয়েছিল। [১]
২০১৩
[সম্পাদনা]এফপিডাব্লু ২০১৩ সালের ৫ মার্চ ২০-২২ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তিন দিনের ইভেন্টে পাকিস্তান জুড়ে ত্রিশজন ডিজাইনার উপস্থাপিত হবে। [২] তবে আব্বাস টাউন ট্র্যাজেডির কারণে এফপিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ডিজাইনার মাহিন খান এপ্রিল ২০১৩ এ স্থগিত করেছিলেন। তিন দিনের এই অনুষ্ঠানটি ৯ই এপ্রিল, ২০১৩ এ অনুষ্ঠিত হয়েছিল। [৩]
২০১৪
[সম্পাদনা]এফপিডাব্লু শরৎ / শীতকালীন ২০১৪ সালের ২৫-২৭ নভেম্বর করাচিতে অনুষ্ঠিত হয়েছিল। মহসিন আলী, নওমান আরফেনশোয়িং, সানা সাফিনাজের পক্ষে অ্যাথের আলী হাফিজ, ইশতিয়াক আফজাল খানের "অররা," নিদা আজওয়ার, শেহলা চাতুর, দীপক ও ফাহাদ, আয়েশা ফারুক হাশওয়ানি, মাহিন করিম, মাহিন খান, লেভির, সাদফ মালাত্রে এবং ফরাজ মান্নান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। [৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Get ready for Fashion Pakistan Week!"। The Express Tribune। অক্টোবর ২০, ২০১২। সংগ্রহের তারিখ মার্চ ৮, ২০১৩।
- ↑ "Fashion Pakistan"। জানুয়ারি ২৬, ২০১৭। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ Fashion Pakistan Week: Day one ebbs and flows | Newspaper | Express Tribune
- ↑ "Fashion Pakistan Week: : Three-day Affair Defines Winter Tones for 2014"। Pakistan Today। নভেম্বর ২৬, ২০১৪। সংগ্রহের তারিখ নভেম্বর ২৯, ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ফ্যাশন পাকিস্তানের দাপ্তরিক ওয়েবসাইট