পাওয়ারপ্যাক ইকোনমিক জোন

স্থানাঙ্ক: ২২°২৯′৫৬″ উত্তর ৮৯°৩৬′১৮″ পূর্ব / ২২.৪৯৯° উত্তর ৮৯.৬০৫° পূর্ব / 22.499; 89.605
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাওয়ারপ্যাক ইকোনমিক জোন হচ্ছে একটি বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল যা মোংলা বন্দর, খুলনায় অবস্থিত।[১] এটি পিপিপি মডেলের অধীনে দেশটির প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। পাওয়ারপ্যাক ইকোনমিক জোন স্থানটিকে ২০৫ একর জমির পার্সেল হিসাবে চিহ্নিত করা হয়েছে যা খুলনা শহর থেকে ৪০ কিলোমিটার, যশোর বিমানবন্দর থেকে ১০৫ কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার।[২]

পাওয়ারপ্যাক ইকোনমিক জোন (মোংলা)
সদরদপ্তরমোংলা বন্দর,
ওয়েবসাইটwww.economiczone.com

ইতিহাস[সম্পাদনা]

আগস্ট ২০১৫ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাওয়ারপ্যাকের আলোচনা দল মংলা অর্থনৈতিক অঞ্চলের (পিপিপি মডেল) বিকাশকারী নিয়োগের জন্য চুক্তির খসড়া চূড়ান্ত করেছিল। খসড়াটি প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বারা অনুমোদিত এবং আইন ও সংসদীয় বিমান ভাড়া বিভাগ দ্বারা যাচাই করার পরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাওয়ারপ্যাকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।[২] পাওয়ারপ্যাক সিকদার গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।[৩][৪]

সংযোগ[সম্পাদনা]

  • সড়ক: খুলনা শহর থেকে ৪০ কিলোমিটার ও ঢাকা থেকে ২৩০ কিলোমিটার।[২]
  • রেল: ঢাকা থেকে - খুলনা রেল সংযোগে ৩৮ কিলোমিটার, যাত্রী ও মাল পরিবহনের জন্য একটি ব্যস্ততম রেল ট্র্যাক।
  • বায়ু: যশোর বিমানবন্দর থেকে ১০৫ কিলোমিটার।
  • নদী: মোংলা নদীতে সরাসরি প্রবেশ (মোংলা বন্দর, দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর থেকে ০.৫ কিলোমিটার দূরে)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "PowerPac to get licence for Mongla Economic Zone"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-২৪। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৭ 
  2. "Mongla Economic Zone - The Ideal Location for your Company in SOUTH-EAST ASIA"Mongla Economic Zone (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৭ 
  3. "Hasina to open 10 economic zones Sunday"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-২৬। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৭ 
  4. "DBL Group goes for $1.2b expansion"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-১১। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৭