পরিমল থিয়েটার
অবয়ব
| পরিমল থিয়েটার | |
|---|---|
| অবস্থান | এনএস রোড, কুষ্টিয়া |
| স্থানাঙ্ক | ২৩°৫৪′২৭″ উত্তর ৮৯°০৭′৫৫″ পূর্ব / ২৩.৯০৭৫২৮° উত্তর ৮৯.১৩২০৩৬° পূর্ব |
| প্রতিষ্ঠিত | ১২ জানুয়ারি ১৯১২[১] |
| পুনর্নির্মিত | ২০১৩ |
পরিমল থিয়েটার কুষ্টিয়ার একটি নাট্যমঞ্চ। এটি ১৯১২ সালের ১২ই জানুয়ারি কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত হয়। ১৯১২ সালে এখানে কাজী নজরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছিল।[১] পরিমল থিয়েটারে কুষ্টিয়ার নাট্য ব্যক্তিরা অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। তৎকালীন সময়ে পরিমল থিয়েটারের শিল্পীরা প্রায়ই কলকাতা যেয়ে আধুনিক নাটক দেখে অনুপ্রাণিত হতেন এবং মঞ্চে ঐ মানের নাটক মঞ্চায়নের চেষ্টা করতেন। এই গোষ্ঠীর নিজস্ব নাট্যকার সানোয়ার উদ্দীন রিন্টু-এর রচনা ‘ক্ষাপারা সব’, ‘৭১ এর আসামী’, ‘ফাল্গুনের অধিকার’ সহ আরো নাটক রচনা করেছেন। পরিমল থিয়েটার এখনও বিভিন্ন নাট্য উৎসবে অংশগ্রহণ করে থাকে।[২] 'বাংলাদেশের শতবর্ষী নাট্যমঞ্চ' গ্রন্থে পরিমল থিয়েটার কথা উল্লেখ করা হয়েছে।[৩]
তৎকালীন নাট্যকার
[সম্পাদনা]পরিমল থিয়েটারে কলকাতার নামিদামী নাট্যশিল্পীরা অভিনয় করেছেন।[২] এরা হলেন-
|
|
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "পরিমল থিয়েটার"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - কুষ্টিয়া জেলা। ১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৪।
- 1 2 আনোয়ার আলী। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ ১৮৬৯-২০১৯ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৪৬০৮-১-৩। ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "'বাংলাদেশের শতবর্ষী নাট্যমঞ্চ' গ্রন্থের মোড়ক উন্মোচন"। নিউজ জি ২৪। ১০ ফেব্রুয়ারি ২০১৯। ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৫।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আনোয়ার আলী। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ ১৮৬৯-২০১৯ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৪৬০৮-১-৩। ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- নৃপেন্দ্র সাহা (সম্পাদক)। বাংলাদেশের থিয়েটার (পিডিএফ)। কলকাতা: করুণা প্রকাশনী। পৃ. ২০০০।
আরও পড়ুন
[সম্পাদনা]- "পরিমল থিয়েটার দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন"। রাইজিংবিডি.কম। ৪ অক্টোবর ২০২০।
- ইসলাম, জহুরুল (৭ অক্টোবর ২০২০)। "কুষ্টিয়ায় পরিমল থিয়েটারের জমি জালিয়াতি করে বাণিজ্যিক ভবন"। বাংলাদেশ প্রতিদিন।
- নওমী, আফ্রা (৩ জুলাই ২০২৪)। "A day through the artistic heart of Kushtia"। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)।