পরিকল্পনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ত্রিমাত্রিক কোনো বস্তুর মধ্যকার অংশগুলোকে দ্বিমাত্রিক মাধ্যমে বোঝাতে নকশা ব্যবহার করা হয়। স্থাপত্য ও প্রকৌশলের পরিভাষায় নকশা (plan) বলতে নির্দিষ্ট স্কেলে অঙ্কিত স্থাপনার পরিকল্পনা বা বিন্যাসকে বোঝায়। অর্থাৎ ভবনের রূপরেখাকে দ্বিমাত্রিক মাধ্যমে বর্ণনা করতেই নকশা অঙ্কন করা হয়। যে কোনো ভবনকে আনুভূমিকভাবে কেটে ফেললে যে বিন্যাস পাওয়া যায় তাই হলো ঐ ভবনের নকশা। নকশা যে কোনো স্তরের হতে পারে। ভূমি স্তরে যে নকশা তাকে বলা হয় ভূমি নকশা

একটি নগর পরিকল্পনা বা ব্লু প্রিন্ট

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]