বিষয়বস্তুতে চলুন

পরশুরাম (পরিচালক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পরশুরাম
জন্ম
অন্যান্য নামবুজ্জি
মাতৃশিক্ষায়তনঅন্ধ্র বিশ্ববিদ্যালয়
পেশা
  • চলচ্চিত্র পরিচালক
  • চিত্রনাট্যকার
কর্মজীবন২০০৩–বর্তমান
আত্মীয়পুরী জগন্নাথ (খুড়তুত ভাই)

পরশুরাম হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার যিনি তেলেগু চলচ্চিত্রে কাজ করেন। পরশুরাম চলচ্চিত্র জগতে তাঁর খুড়তুতো ভাই পুরী জগন্নাথ এবং পরে ভাস্করের সহকারী পরিচালক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ২০০৮ সালে যুবাথা ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর, তিনি অঞ্জনেয়ুলু (২০০৯), সোলো (২০১১), শ্রীরাস্তু সুভামস্তু (২০১৬), গীতা গোবিন্দ (২০১৮) এবং সরকারু ভারি পাতা (২০২২) এর মতো চলচ্চিত্র পরিচালনা করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Parasuram | Director, Writer, Second Unit Director or Assistant Director"IMDb (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০২