পদ্মন শেখর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পদ্মন শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব১০৩৪-১০৫১
পূর্বসূরিগজরাজ শেখর
উত্তরসূরিতৃতীয় লক্ষ্মণ শেখর
বংশধরতৃতীয় লক্ষ্মণ শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাগজরাজ শেখর

পদ্মন শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের চল্লিশতম রাজা ছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতি[সম্পাদনা]

পদ্মন শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের উনচল্লিশতম রাজা গজরাজ শেখরের পুত্র ছিলেন। তিনি ১০৩৪ খ্রিস্টাব্দ হতে ১০৫১ খ্রিস্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। তৃতীয় লক্ষ্মণ শেখর নামক তাঁর এক পুত্র ছিল।[১]:৩৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
পদ্মন শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
গজরাজ শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
১০৩৪-১০৫১
উত্তরসূরী
তৃতীয় লক্ষ্মণ শেখর