উদ্ধব শেখর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উদ্ধব শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব৩৯৪-৪১১
পূর্বসূরিপ্রথম জগন্নাথ শেখর
উত্তরসূরিঅনন্ত শেখর
বংশধরঅনন্ত শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাপ্রথম জগন্নাথ শেখর
ধর্মব্রাহ্মণ্য ধর্ম

উদ্ধব শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের দশম রাজা ছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতি[সম্পাদনা]

উদ্ধব শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের নবম রাজা প্রথম জগন্নাথ শেখরের পুত্র ছিলেন। তিনি ৩৯৪ খ্রিষ্টাব্দ হতে ৪১১ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। অনন্ত শেখর নামক তার এক পুত্র ছিল।[১]:৩২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
উদ্ধব শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
প্রথম জগন্নাথ শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
৩৯৪-৪১১
উত্তরসূরী
অনন্ত শেখর