দিগ্বিজয় শেখর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্বিগ্বিজয় শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব১০৬৩-১০৮১
পূর্বসূরিতৃতীয় লক্ষ্মণ শেখর
উত্তরসূরিজালিম শেখর
বংশধরজালিম শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাতৃতীয় লক্ষ্মণ শেখর

দ্বিগ্বিজয় শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের বিয়াল্লিশতম রাজা ছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতি[সম্পাদনা]

দ্বিগ্বিজয় শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের একচল্লিশতম রাজা তৃতীয় লক্ষ্মণ শেখরের পুত্র ছিলেন। তিনি ১০৬৩ খ্রিস্টাব্দ হতে ১০৮১ খ্রিস্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। জালিম শেখর নামক তাঁর এক পুত্র ছিল।[১]:৩৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
দিগ্বিজয় শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
তৃতীয় লক্ষ্মণ শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
১০৬৩-১০৮১
উত্তরসূরী
জালিম শেখর