নোটস ফ্রম মাই ট্রাভেলস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নোটস ফ্রম মাই ট্রাভেলস
প্রথম সংস্করণ
লেখকঅ্যাঞ্জেলিনা জোলি
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ধরনস্মৃতিচারণ মূলক
প্রকাশকপকেট বুকস
প্রকাশনার তারিখ
অক্টোবর ২০০৩
মিডিয়া ধরনপ্রিন্ট (পেপারব্যাক)
পৃষ্ঠাসংখ্যা২১৩
আইএসবিএন০-৭৪৩৪-৭০২৩-০
ওসিএলসি৫৩২৩৭০০৫
362.87 22
এলসি শ্রেণীHV640 .J65 2003

নোটস ফ্রম মাই ট্রাভেলস (ইংরেজি: Notes from My Travels) হচ্ছে একটি জীবনের স্মৃতিচারণমূলক বই। এটি লিখেছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ২০০১-২০০২ সালে তৃতীয় বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শনকালে তাঁর দিনলিপিগুলোর সংকলন নিয়েই বইটি লেখা হয়েছে।

২০০৩ সালে বইটি প্রকাশিত হয়, এর কিছুদিন আগেই মুক্তি হয় তাঁর অভিনীত একই বিষয় ভিত্তিক চলচ্চিত্র বিয়ন্ড বর্ডারস। এই চলচ্চিত্রেও তাঁর ভূমিকা ছিলো ইউএনএইচসিআর-এর একজন সাহায্যকর্মী হিসেবে। এই দিনলিপিগুলো লেখার সময়ই জোলি তাঁর কম্বোডিয়ায় জন্ম নেয়া সন্তান ম্যাডক্সকে দত্তক নেন।

নোটস ফ্রম মাই ট্রাভেলস-এ জোলি যে সকল দেশ ভ্রমণ করেছেন বলে উল্লেখ আছে, তাঁর মধ্যে আছে সিয়েরা লিওন, তানজানিয়া, পাকিস্তান, কম্বোডিয়া, এবং ইকুয়েডর

এই বইটি থেকে আয়কৃত সকল অর্থ জোলি ইউএনএইচসিআরকে দান করে দিয়েছেন।

বহিঃসংযোগ[সম্পাদনা]