নেহা গোয়েল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেহা গোয়েল
২০২২ সালের আগস্টে গোয়েল
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-11-15) ১৫ নভেম্বর ১৯৯৬ (বয়স ২৭)
সোনিপথ, হরিয়ানা, ভারত
উচ্চতা ১.৫২ মি
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাব তথ্য
বর্তমান ক্লাব রেলওয়ে
সিনিয়র কর্মজীবন
বছর দল ম্যাচ (গোল)
হকি হরিয়ানা
রেলওয়ে
জাতীয় দল
২০১৪– ভারত ১২৩ (১৭)

নেহা গোয়েল (জন্ম ১৫ই নভেম্বর ১৯৯৬) হলেন একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড় এবং ভারতের জাতীয় দলের সদস্য। তিনি হরিয়ানার বাসিন্দা এবং মিডফিল্ডার হিসেবে খেলেন।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

গোয়েলের জন্ম হরিয়ানার সোনিপথে[২] তিনি একটি দরিদ্র পরিবার থেকে এসেছেন। তাঁর দুটি বড় বোন রয়েছে। তাঁর বাবা একজন মদ্যপ ছিলেন এবং তাঁর মা একটি সাইকেল কারখানায় দৈনিক মজুরি কর্মী হিসেবে স্পোক তৈরি করে প্রতি মাসে ₹২০০০ আয় করতেন।[৩] তিনি এবং তাঁর পরিবারকে তাঁর খেলার মৌলিক চাহিদা, যেমন জুতো, হকি স্টিক ইত্যাদির ব্যবস্থা করতে এবং প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে সংগ্রাম করতে হয়েছে।[৪]

গোয়েলের বাবা প্রায়ই বাড়িতে হিংসাত্মক হয়ে উঠতেন। অন্যদিকে হকি মাঠ তাঁকে গৃহ সহিংসতা থেকে মুক্তি এনে দিত। এছাড়াও সেখানে তিনি বিনামূল্যে পোশাক এবং দিনে দুই বেলা খাবার পেতেন। তাই, ২০০৮ সালের কাছাকাছি সময়ে, ১১ বছর বয়সে নেহা ভারতের প্রাক্তন মহিলা খেলোয়াড় এবং অধিনায়ক প্রীতম রানি সিওয়াচ পরিচালিত একটি প্রশিক্ষণ অকাদেমিতে ভর্তি হন।[৫][৬]

তিনি টিকা রাম সিনিয়র সেকেন্ডারি গার্লস স্কুল থেকে নিজের পড়াশোনা শেষ করেন।[৪]

খেলোয়াড় জীবন[সম্পাদনা]

গোয়েল ২০১৪ সালে সিনিয়র ভারতীয় জাতীয় দলে আত্মপ্রকাশ করেন এবং এফআইএইচ চ্যাম্পিয়নস চ্যালেঞ্জের সময় গ্লাসগোতে নিজের প্রথম ম্যাচ খেলেন।[২]

গোয়েল লন্ডনে ২০১৮ বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের ভারতীয় দলের অংশ ছিলেন। তাঁদের উদ্বোধনী ম্যাচে, ভারত উপস্থাপক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল। সেই খেলায় গোয়েল ২৫তম মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন। এরপর ইংল্যান্ড গোল করে ম্যাচে সমতা এনেছিল এবং ম্যাচটি ড্রতে শেষ হয়েছিল।[৭][৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Neha Goyal profile"hockeyindia.org (ইংরেজি ভাষায়)। ১৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮ 
  2. "Meet The Players Of The Indian Women's Hockey Team"Feminism In India (ইংরেজি ভাষায়)। ৮ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮ 
  3. https://www.outlookindia.com/sports/we-the-people-how-neha-goyal-beat-the-odds-to-become-a-world-class-hockey-player-magazine-215738
  4. "Neha breaks barriers to make a mark"The Times of India। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮ 
  5. "'Toxic' childhood to cycle factory to Indian hockey team for Tokyo Olympics"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১৮। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২১ 
  6. "We The People: How Neha Goyal Beat The Odds To Become A World-Class Hockey Player" 
  7. "Women's Hockey World Cup 2018: Neha Goyal scores to help resolute India hold England to a draw in opening clash"Firstpost। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮ 
  8. "Hockey India names women's team for World Cup"fih.ch। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]