নুসরাত জাহান মসজিদ
নুসরাত জাহান মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
শাখা/ঐতিহ্য | আহ্মদীয়া |
অবস্থান | |
অবস্থান | Hvidovre, ডেনমার্ক |
দেশ | ডেনমার্ক |
স্থানাঙ্ক | ৫৫°৩৯′৩.৫৩″ উত্তর ১২°২৮′৪৪.২৬″ পূর্ব / ৫৫.৬৫০৯৮০৬° উত্তর ১২.৪৭৮৯৬১১° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
ভূমি খনন | ৬ মে ১৯৬৬ |
সম্পূর্ণ হয় | ২১ জুলাই ১৯৬৭ |
ধারণক্ষমতা | ১২০ |
নুসরাত জাহান মসজিদ বা নুসরাত জাহান মস্ক ডেনমার্কের কোপেনহেগেন উপকণ্ঠে নির্মিত একটি আহমদিয়া মসজিদ।
নুসরাত জাহান মসজিদ ১৯৬৭ সালে ডেনমার্কে নির্মিত প্রথম মসজিদ। এই মসজিদটির অর্থায়ন কেবল ডেনমার্কের আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের মহিলা সদস্যদের দ্বারা করা হয়েছিল। মসজিদটির ধারণক্ষমতা ১২০ জন।[১]
মির্জা গোলাম আহমদ এর দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান বেগমের নামে মসজিদটির নামকরণ করা হয়।[২]
ইতিহাস
[সম্পাদনা]আহমদীয়া মুসলিম সম্প্রদায় এবং তাদের প্রচেষ্টা ১৯৫০ এর দশকের গোড়ার দিকে নির্মাণ কাজ শুরু হয়। সেই সময় ডেনমার্কে শুরু হওয়া আহমদিয়া আন্দোলন একজন আহমদিয়া মুসলিম মিশনারি কামাল ইউসুফকে নিযুক্ত করেছিল। তিনি ১৯৫৬ সালে প্রথম ডেনমার্ক সফর করেন।
১৯৬৭ সালে কমিউনিটি ড্যানিশ ভাষায় কুরআনের প্রথম অনুবাদ প্রকাশ করে ও প্রধান অনুবাদক ছিলেন আবদুস সলাম মাদসেন। যার প্রকাশনা চার দশকেরও বেশি সময় ধরে ডেনিশ জনগণের জন্য উপলব্ধ একমাত্র অনুবাদ ছিল। ১৯৮০ এর দশকের শেষভাগ পর্যন্ত ম্যাডসেনকে ডেনমার্কে ইসলামের নেতৃস্থানীয় জনসাধারণ হিসাবে দেখা হত।[৩]
১৯৬৬ সালে নির্মাণের প্রায় পাঁচ দিন আগে হুইডভ্রে পৌরসভা মসজিদ নির্মাণের প্রাথমিক অনুমতি প্রত্যাহার করে নেয়। অন্যদিকে সম্প্রদায়ের তৃতীয় খলিফা মির্জা নাসির আহমেদের এই অঞ্চলে এর ভিত্তি স্থাপনের জন্য আসার কথা ছিল। মসজিদের স্থপতি জন জাকারিয়াসেন ডেনমার্কের তৎকালীন প্রধানমন্ত্রী জেনস অটো ক্রাগকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। ক্রাগ পৌর সিদ্ধান্ত উপেক্ষা করার এবং নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য একটি নোটিশ দিয়েছিলেন। অবশেষে ১৯৬৬ সালের ৬ই মে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং মসজিদটি নির্মাণের পর গণমাধ্যমের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। এক বছর পর ১৯৬৭ সালের ২১শে জুলাই খলিফা মসজিদটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডেনমার্ক সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "KORT OM DANMARKS ÆLDSTE MOSKÉ"। Islam Ahmadiyya (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২৭। ২০২০-০৭-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩।
- ↑ "IslamAhmadiyya - Ahmadiyya Muslim Community - Al Islam Online - Official Website"। www.alislam.org। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-১৯।
- ↑ "KORT OM DANMARKS ÆLDSTE MOSKÉ"। Islam Ahmadiyya (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২৭। ২০২০-০৭-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩।
- ↑ Handbook of Nordic New Religions (ইংরেজি ভাষায়)। BRILL। ২০১৫-০৭-০৩। আইএসবিএন 9789004292468।