নুরউদ্দিন আত্তার
অবয়ব
ইমাম ও শায়খ নুরুউদ্দীন আত্তার আল-হাসানি ছিলেন সিরীয় বংশোদ্ভূত একজন বিখ্যাত ইসলামি পণ্ডিত ও হাদিসবিশারদ। তিনি ১৯৩৭ সালে সিরিয়ার আলেপ্পোতে জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর দামেস্কে মুত্যুবরণ করেন। তিনি মূলত হাদিস শাস্ত্রে অবদান রাখার কারণে ইসলামি বিশ্বে প্রসিদ্ধি লাভ করেছেন।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "وفاة أبرز علماء الحديث الشيخ نور الدين عتّر"। ২০২০-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৫।
- ↑ "دمشق تودع رجل الدين الإسلامي نور الدين عتر"। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৫।