নীলাম্বুর আয়িশা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীলাম্বুর আয়েশা
জন্ম
জাতীয়তা ভারতীয়
পেশা চলচ্চিত্র অভিনেত্রী

নীলাম্বুর আয়িশা একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মালয়ালম চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। থিয়েটার শিল্পী হিসাবে কর্মজীবন শুরু করে ১৯৬০–৭০ এর দশকে তিনি মালয়ালম চলচ্চিত্রে নাম লেখান। প্রথম দিকে তিনি সাপোর্টিং রোলেই অভিনয় করতেন। সর্বমোট ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মালয়ালম চলচ্চিত্র ইতিহাসে তিনিই প্রথম মহিলা যিনি মুসলিম সম্প্রদায় থেকে এসে চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

১৯৩৫ সালে[তথ্যসূত্র প্রয়োজন] কেরালার মালাপ্পুরম জেলার নীলাম্বুরের এক ধনী পরিবারে আয়িশার জন্ম। ছোটোবেলা থেকেই তিনি শিল্পকলায় আগ্রহী ছিলেন। কিন্তু ১৩ বছর বয়সে তাকে ৪৭ বছর বয়সী একজনের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। পাঁচদিন না পেরোতেই তার বিয়ে ভেঙ্গে যায়। এরপর তিনি আর কখনো বিয়ের পিঁড়িতে বসেন নি।

অভিনয় জীবন[সম্পাদনা]

১৯৫০-এর দশকে নাটকে অভিনয়ের মাধ্যমে আয়িশা অভিনয় জীবন শুরু করেন। নাট্যকার ইকে আয়ামুর 'ইজ্জু নালোরু মানুষিয়ান আভান নক্কু' (১৯৫৩) নাটকে ১৬ বছর বয়সে তার অভিষেক ঘটে। সে নাটকে তিনি ''ফেরোকে'' চরিত্রে অভিনয় করেন। অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে ২,৫০০টিরও বেশিবার দেখানো হয়। পরবর্তীতে তিনি কেটি মোহাম্মদ, ভাইকম মোহাম্মদ বাশির, খান কাভিল এবং পিজে অ্যান্টনির মতো জনপ্রিয় শিল্পীদের সাথে থিয়েটারে কাজ করেন। তিনি কেটি মুহম্মদ রচিত ও নির্দেশিত ইথু ভূমিয়ানু, থিক্কানাল, সৃষ্টি এবং কাফির-এর মতো নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

তিনি রাজেন্দ্র পরিচালিত দ্য এলিফ্যান্ট কুইন (১৯৬১) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় আসেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন হেলেন ও আজাদ। চলচ্চিত্রে তিনি শিকারী পরিবারের একজন নারীর চরিত্রে অভিনয় করেছেন। নিজের শহরে শ্যুটিং হওয়ায় তিনি ছবিটিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। পরে বছরে তিনি মালয়ালমের কান্দাম বেচা কোট্টুতে তার প্রথম চলচ্চিত্রও করেছিলেন। পরবর্তীতে তিনি সুবাইদা, কুট্টিকুপ্পায়াম, ওলাভুম থেরাভুম এবং কুপ্পিওয়ালার মতো চলচ্চিত্রগুলোতেও অভিনয় করেছেন।

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

থিয়েটারে সামগ্রিক অবদানের জন্য তিনি এস. এল. পুরম রাজ্য পুরস্কার পেয়েছেন। ''ওমাক্কুইল পদুম্বল'' চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য ২০১১ সালে দ্বিতীয় সেরা অভিনেত্রীর জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার জেতেন। একই বছরে তিনি প্রেমজি পুরস্কারে ভূষিত হন।

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

  • পেরুমকালিয়াত্তম
  • নাত্তিল্লালাম পাতায়া
  • নীলাম্বুরিতনে বিপ্লব নক্ষত্রম
  • ওয়ান্ডার উইমেন (২০২২) মিনির দাদির চরিত্রে
  • রোরশাচ (২০২২) শফির মায়ের চরিত্রে
  • বিষ্ণুবিন্তে উম্মা (২০২২) বিষ্ণুর উম্মা হিসাবে
  • স্পর্শম (২০২২) মা চরিত্রে
  • স্বামী সরনাম (২০২২)
  • উম্মাচির উপহার (২০২১) খাদেসুমা চরিত্রে
  • মাজায়াথোরু ভিদু (২০২০) মুথাসি চরিত্রে
  • থারাপোরি (২০২০) ভ্যালুম্মা চরিত্রে
  • হালাল লাভ স্টোরি (২০২০) টেলিফিল্মে অভিনেত্রী হিসেবে
  • 'উদালাজহাম' (২০১৯) গৃহপরিচারিকা হিসাবে
  • মামঙ্গম (২০১৯) চন্দ্রোথ পরিবারের বৃদ্ধ মহিলা হিসাবে
  • ওপি কাক্সি আম্মিনিপিল্লা (২০১৯) কোর্টে ঝগড়াকারী মহিলা হিসাবে
  • ভাইরাস (২০১৯) ওপি কাউন্টার, হাসপাতালের স্টাফ হিসাবে
  • পান্থু (২০১৯) আমিনার দাদীর চরিত্রে
  • কুদে (২০১৮) দাদীর চরিত্রে
  • "খলিফা" (২০১৮)
  • ম্যাটানচেরি (২০১৮)
  • হ্যালো দুবাইকরন (২০১৭) প্রকাশনের দাদীর চরিত্রে
  • আয়িশক্কালাম (২০১৭)
  • কা বডিস্কেপস (২০১৬) কাদিসুমা চরিত্রে
  • প্রবাসলোকম (২০১৬) নজীবের অম্ময়ী চরিত্রে
  • পাকাল মায়ুম মুমো (২০১৬)
  • নিক্কা (২০১৫) আসিয়ুম্মা চরিত্রে
  • কমপার্টমেন্ট (২০১৫) দেবীর চরিত্রে
  • আলিফ (২০১৫) উম্মাকুঞ্জু/ফাতিমার দাদীর চরিত্রে
  • 'পেডিথন্ডন' (২০১৪) উম্মা হিসাবে
  • কুথারা (২০১৪) থুফাইলের মা চরিত্রে
  • বাল্যকালসাখী (২০১৪) জিন্নুম্মা চরিত্রে
  • মাইক্রোসফট. লেখা থারুর কানুন্নাথু (২০১৩) হাসপাতালে মৃত রোগী হিসাবে
  • বায়োস্কোপ (২০১৩)
  • কুথানথ্র সিরোমণি
  • ওমাক্কুইল পদুম্বল (২০১২) মনসুরের উম্মার চরিত্রে
  • ওলাপ্পুরাককেন্ধিনোরু ইরুম্বুভাথিল হিসাবে
  • নীলাভিন্তে মুথু
  • জাঙ্গালুদে ভিদু
  • ওরু মঞ্জুকালম লক্ষ্মীকুত্তিয়াম্মার চরিত্রে
  • খুববুস
  • খিলাফত
  • এন্টুমা (২০০৯) উম্মা হিসাবে
  • কেরালোলসভম ২০০৯ (২০০৯) বশীরের উম্মা হিসাবে
  • পালেরি মাণিক্যম: ওরু পাথিরাকোলাপাথকথিন্তে কথা (২০০৯)
  • প্যাসেঞ্জার (২০০৯) নবীসা উম্মার চরিত্রে
  • ভিলাপাঙ্গালক্কাপ্পুরম (২০০৮) ভ্যালুম্মা চরিত্রে
  • শালাভম (২০০৮) গ্রামীণ চরিত্রে
  • শেক্সপিয়র এম.এ. মালয়ালম (২০০৮) মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মা হিসাবে
  • কাইওপ্পু (২০০৭) বেয়াথু চরিত্রে
  • পরদেশী (২০০৭) সাইনু চরিত্রে
  • দৈবনামাথিল (২০০৫) অম্ময়ী চরিত্রে
  • মাকালক্কু (২০০৫) মানসিক রোগী হিসেবে
  • চন্দ্রোলসাভম (২০০৫) ইন্দুর মায়ের চরিত্রে
  • আম্মাক্কিলকুডু (২০০৩) বৃদ্ধাশ্রমের বন্দী হিসাবে
  • "ভালকান্নাদি" (১৯৯২)
  • মাইলানজি (১৯৮২) (আয়িশুম্মা)
  • থ্রাসাম (১৯৮১)
  • অন্যরুদে ভূমি (১৯৭৯)
  • নলুমণিপুক্কল (১৯৭৯)
  • 'থেনথুলি' (১৯৭৯)
  • চুভান্না বিথুকাল(১৯৭৮)[১]
  • কাথিরুন্না নিমিশাম (১৯৭৮) রামুর মায়ের চরিত্রে
  • পাথিরাভুম পাকালভেলিচাউম (১৯৭৪)
  • ওলাভুম থেরাভুম (১৯৭০) আয়েশার চরিত্রে
  • চেমেইন (১৯৬৬)
  • থাঙ্কাক্কুদাম (১৯৬৫) পয়সাক্কারানের স্ত্রীর চরিত্রে
  • কাব্যমেলা (১৯৬৫) ভবানিয়ামমা হিসাবে
  • থমন্তে মাক্কাল (১৯৬৫)
  • কাট্টুপুক্কল (১৯৬৫)
  • কাথিরুন্না নিকাহ (১৯৬৫) আমিনার চরিত্রে
  • কুপ্পিওয়ালা (১৯৬৫) পাথিরি আমিনুম্মা চরিত্রে
  • সুবাইধা (১৯৬৫) সুবাইধার মা হিসাবে
  • কুট্টি কুপ্পায়াম (১৯৬৪)
  • লায়লা মজনু (১৯৬২)
  • কান্দম বেচা কোট্টু (১৯৬১) বেথাথা চরিত্রে
  • এলিফ্যান্ট (১৯৬১) শিকারী পরিবারে মহিলা হিসাবে (হিন্দি চলচ্চিত্র)

টেলিভিশন সিরিয়াল[সম্পাদনা]

  • রুদ্রবীণা ( সূর্য টিভি )

নাটক[সম্পাদনা]

  • করিনকুরাঙ্গু
  • ইথু ভূমিয়ানু
  • উল্লাথু পরাঞ্জল
  • ইই ধুনীয়াভিল এনজান ওত্তাক্কানু
  • ইজ্জ নল্লা মনুষ্যবন নকক
  • কাফির
  • থেইক্কানাল
  • সৃষ্টি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. 4ce2ba345c310 "Nilambur Ayesha" |url= এর মান পরীক্ষা করুন (সাহায্য)BFI (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]