নিমাই ঘোষ (পরিচালক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিমাই ঘোষ
পরিচালক নিমাই ঘোষ
জন্ম১৯১৪
কলকাতা, ব্রিটিশ ভারত
মৃত্যু১৯৮৮
জাতীয়তাভারতীয়
পেশাআলোকচিত্রগ্রাহক, পরিচালক
কর্মজীবন১৯৪০-এর দশক-১৯৮১
পরিচিতির কারণছিন্নমূল চলচ্চিত্র

নিমাই ঘোষ ছিলেন ভারতের একজন অন্যতম খ্যাতিমান চিত্রগ্রাহক ও পরিচালক।[১] তিনি "ছিন্নমূল" চলচ্চিত্রের জন্য বিশেষভাবে পরিচিত।

কর্মজীবন[সম্পাদনা]

নিমাই ঘোষ উৎপল দত্তের দ্বারা সংগঠিত লিটল থিয়েটার গ্রুপের মঞ্চ অভিনেতা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।[২] তিনি চিত্রগ্রাহকের পাশাপাশি ভারতের নতুন বাস্তববাদী চলচ্চিত্র ছিন্নমূল (১৯৫০)-এর নির্মাতা হিসেবে বিখ্যাত। এটিই ছিল ভারত বিভাজনের সময় বঙ্গভঙ্গের উপর নির্মিত প্রথম ভারতীয় চলচ্চিত্র। এই চলচ্চিত্রের একজন অভিনেতা হিসেবে বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেন।[৩][৪][৫]

ছিন্নমূল চলচ্চিত্রটি রাশিয়ায় বিশেষভাবে সমাদৃত হলেও পশ্চিমবঙ্গে এটি বাণিজ্যিকভাবে সফল না হওয়ায় তিনি খুবই আঘাত পান এবং পরবর্তীতে মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) গিয়ে তামিল চলচ্চিত্রে কাজ শুরু করেন।[৬] সেখানে তাঁর পরিচালিত প্রথম তামিল চলচ্চিত্র পাদেই তেরিউদু পার দ্বিতীয় স্থান অর্জন করে শ্রেষ্ঠ তামিল ভাষার চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[১] পরিচালক হিসাবে তাঁর শেষ ছবিটি ছিল তামিল ছবি সৌরভালি (১৯৮১)।

এছাড়াও তিনি চেন্নাইতে ফিল্ম সোসাইটি আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি সেখানে মাদ্রাজ ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি মাদ্রাজে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত বিভিন্ন বর্ণের কর্মীদের আন্দোলনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

চলচ্চিত্রপঞ্জী[সম্পাদনা]

পরিচালক হিসেবে[সম্পাদনা]

  • ছিন্নমূল (১৯৫০)
  • পাদেই তেরিউদু পার (১৯৬০)
  • সৌরভালি (১৯৮১)

আলোকচিত্রগ্রাহক হিসেবে[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "8th National Film Awards"International Film Festival of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৩ 
  2. "Moving Stills"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০০৪-০৮-২২। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২২ 
  3. Roy, Anjali Gera; Bhatia, Nandi (২০০৮)। Partitioned Lives: Narratives of Home, Displacement, and Resettlement (ইংরেজি ভাষায়)। Pearson Education India। পৃষ্ঠা 64। আইএসবিএন 978-81-317-1416-4 
  4. Galt, Rosalind; Schoonover, Karl (২০১০-০৪-১৪)। Global Art Cinema: New Theories and Histories (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা 241। আইএসবিএন 978-0-19-972629-5 
  5. Ruberto, Laura E.; Ruberto, Laura E.; Wilson, Kristi M.; Wilson, Kristi M. (২০০৭)। Italian Neorealism and Global Cinema (ইংরেজি ভাষায়)। Wayne State University Press। পৃষ্ঠা 81। আইএসবিএন 978-0-8143-3324-2 
  6. Menon, Jisha (২০১৩)। The Performance of Nationalism: India, Pakistan, and the Memory of Partition (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। পৃষ্ঠা 58। আইএসবিএন 978-1-107-00010-0