নিমকো আলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিমকো আলি

জন্ম১৯৮২/১৯৮৩ (৪০–৪১ বছর)
সোমালি ডেমোক্র্যাটিক রিপাবলিক
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ড
পেশাসামাজিক সক্রিয়কর্মী, লেখিকা
উপাধিদ্য ফাইভ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা

নিমকো আলি ওবিই ( সোমালি: Nimco Cali ) হলেন সোমালি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত একজন ব্রিটিশ সমাজকর্মী। তিনি নারী যৌনাঙ্গ বিকলন বা খৎনাপ্রথা (এফজিএম) বিলুপ্ত করার প্রচেষ্টারত বৈশ্বিক অংশীদার সংস্থা দ্য ফাইভ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

নিমকো আলি ১৯৮২ সালে সোমালিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন চার বছর বয়সী ছিলেন, তখন তার পরিবার সোমালিয়া থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে স্থানান্তরিত হয়েছিল। তারপর তিনি সেখানেই বড় হয়েছেন।[১][২] তার চার ভাইয়ের মধ্যে একজন হলেন মোহাম্মদ, যিনি সোমালি কনজারভেটিভ্সের সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। [৩]

মাধ্যমিক পরবর্তী স্তরের শিক্ষাগ্রহণের উদ্দেশ্যে তিনি ব্রিসলের ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ডে পড়াশোনা করেছিলেন। [৪]

নিমকো আলি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাগদত্তা কেরি সাইমন্ডসের ঘনিষ্ঠ বন্ধু এবং কেরির ছেলে উইলফ্রেডের ধর্মমাতা (গডমাদার)।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Onyanga-Omara, Jane (২৯ জুলাই ২০১১)। "Men 'must help stop female genital mutilation'"BBC। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৪ 
  2. Poon, Linda (৫ আগস্ট ২০১৪)। "Fighting Genital Cutting Of British Girls: A Survivor Speaks Out"NPR। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৪ 
  3. Collier, Hatty (১৬ মে ২০১৭)। "Bizarre row erupts in north London election race as Women's Equality candidate labelled 'anti-feminist'"। Evening Standard। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "6. Leyla Hussein and Nimco Ali"Woman's Hour। BBC। ২০১৩। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৪ 
  5. Sampson, Annabel। "Feminist campaigner Nimco Ali is reportedly a godparent to Boris Johnson's five-month-old son, Wilfred"Tatler