নিউ এম্পায়ার সিনেমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিউ এম্পায়ার সিনেমা
মানচিত্র
সাধারণ তথ্য
অবস্থাচালু
ধরনসিনেমা হল, ঐতিহ্যবাহী ভবন
অবস্থানহুমায়ুন প্লেস, নিউ মার্কেট
ঠিকানা১ ও ৩এ, হুমায়ুন প্লেস, নিউ মার্কেট
শহরকলকাতা
দেশভারত

নিউ এম্পায়ার সিনেমা হল কলকাতার নিউ মার্কেট এলাকায় শ্রীরাম আর্কেটের উল্টোদিকে হুমায়ুন প্লেসে অবস্থিত একটি সিঙ্গল স্ক্রিন সিনেমা হল।[১][২] এই হলটি লাইটহাউস সিনেমার কাছে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শামসের জং বাহাদুর রানা কলকাতায় ৪৫টি সম্পত্তি কিনেছিলেন। তার মধ্যে একটি ছিল নিউ এম্পায়ার থিয়েটার। নিউ এম্পায়ার সিনেমা অডিটোরিয়ামটি স্থাপিত হয়েছিল ১৯৩২ সালে। এই থিয়েটারের প্রধান নকশাকার ছিলেন এ. ডে বইস শ্রোসব্রি। সেই সময়ে এখানে ব্যালে ও নাটক মঞ্চস্থ হল ইয়েহুদি মেনুহিন, জুবিন মেহতা, উদয় শংকর, অমলা শংকর, বহুরূপী প্রমুখেরা এখানে অনুষ্ঠান করেছিলেন। ১৯৩২ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় নটীর পূজা এখানেই চলচ্চিত্রায়িত হয়েছিল।[১][৩]

১৯৬০-এর দশকের গোড়ার দিকে এখানে নাটকের পাশাপাশি সিনেমা দেখানো শুরু হয়। এই দশকের শেষ দিকেই এই হলটি পুরোদস্তুর সিনেমা হলে রূপান্তরিত হয়।[১]

বর্তমান অবস্থা[সম্পাদনা]

২০০২ সালে এই হলের নিকটবর্তী লাইটহাউস হলটি বন্ধ করে দেওয়া হয়। তবে ২০১২ সালের জুলাই মাসের তথ্য অনুসারে, নিউ থিয়েটার চালু আছে। বর্তমানে এই হলটি ১০০০ দর্শকাসন-বিশিষ্ট। হল কর্তৃপক্ষ ডোমিনোজ, কেএফসি, ব্যারিস্তা প্রভৃতি খাবারের দোকান চালানোর মাধ্যমে তাদের আর্থিক সামর্থ্য ধরে রেখেছে।[১]

পাদটীকা[সম্পাদনা]

  1. "Rise and fall of dream theatres"Telegraph Calcutta। Monday , July 2 , 2012। সংগ্রহের তারিখ 22 August 2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "New Empire Kolkata Location"। OneIndia। ২৬ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১২ 
  3. "Natir Pooja completes 80 years"Indian Express। ২২ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১২