রক্সি সিনেমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রক্সি সিনেমা
মানচিত্র
সাধারণ তথ্য
অবস্থাসচল
ধরনসিনেমা হল, ঐতিহ্যবাহী ভবন
স্থাপত্য রীতিআধুনিক পাশ্চাত্য
অবস্থানচৌরঙ্গী প্লেস, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাছে
ঠিকানা১২ বি, চৌরঙ্গী প্লেস
শহরকলকাতা
দেশভারত
পুনঃসংস্কার২০০৫
স্বত্বাধিকারীবেঙ্গল প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড
অন্যান্য তথ্য
আসন ধারণক্ষমতা৭৩০

রক্সি সিনেমা হল কলকাতার এসপ্ল্যানেড অঞ্চলে অবস্থিত একটি সিঙ্গল স্ক্রিন সিনেমা হল।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

রক্সি সিনেমা হল স্থাপিত হয়েছিল একটি অপেরা হাউস হিসেবে। ১৯৪০-এর দশকের গোড়ার দিকে এই অপেরা হাউসটিকে সিনেমা হলে রূপান্তরিত করা হয়। হলটিতে একটি উঁচু ব্যানিস্টার ছিল। তবে সিনেমা হলে রূপান্তরিত করার সময় স্টেজ উচ্চতা হ্রাস করে দেওয়া হয়। ১৯৪১ সালে এই হলে প্রথম যে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়, সেটি ছিল অশোক কুমার অভিনীত নয়া সংসার। অশোক কুমার অভিনীত কিসমত ছবিটি দেখতে নেতাজি সুভাষচন্দ্র বসু এই হলে এসেছিলেন।[১] ওই ছবিটি রক্সিতে ১০৮ সপ্তাহ চলেছিল।[৩]

২০০৫ সালে হলের মালিকপক্ষের পক্ষ থেকে হলটি সংস্কার করা হয়। ২০১১ সালে কলকাতা পৌরসংস্থা রাজস্ব বাকি রাখার জন্য এই হল দখল করে নেয়।[১]

বর্তমান পরিস্থিতি[সম্পাদনা]

২০১২ সালের জুলাই মাসের অবস্থা অনুসারে, বেঙ্গল প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেড এই হলের মালিক। হলটি বর্তমানে চালু আছে। হলে এসি টাওয়ার, ডলবি ডিজিটাল সাউন্ড ও ২কে প্রোজেকশন সিলভার স্ক্রিনের সুবিধা পাওয়া যায়। হলের আসন সংখ্যা ৭৩০।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rise and fall of dream theatres"The Telegraph (Calcutta)। ২ জুলাই ২০১২। ৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১২ 
  2. "Roxy Cinema Location"। One India। ১৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১২ 
  3. Santhya Saran; Abrar Alvi (২০০৮)। Ten Years With Guru Dutt: Abrar Alvi's Journey। Penguin Books India। পৃষ্ঠা 37। আইএসবিএন 978-0-670-08221-6। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৩