বিষয়বস্তুতে চলুন

নাসরোল্লাহ হেকমত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাসরোল্লা হেকমত (জন্ম ১৯৫৭) একজন ইরানি দার্শনিক এবং শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক। তিনি প্রথমে হাওজায় গিয়ে ইসলামিক স্টাডিজের সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন। কিন্তু ১৯৮০ সালে তিনি হাওজা থেকে বেরিয়ে আসেন এবং দর্শন অধ্যয়ন শুরু করেন। অবশেষে ১৯৯৪ সালে হেকমত ওয়েস্টার্ন ফিলোসফিতে পিএইচডি করেন। নাসরোল্লা হেকমতের দর্শন ইবনে সিনা, ফারাবি, সোহরাওয়ার্দী, ইবনে আরাবি, ম্যাক্স শেলার এবং কান্টের মতো কিছু ইরানি এবং ইউরোপীয় দার্শনিক দ্বারা প্রভাবিত। তার দর্শনের কিছু সুস্পষ্ট বিষয় হল "যৌক্তিক চিন্তার সমালোচক", "জ্ঞানীবাদী দর্শন" এবং অস্তিত্ববাদ

নির্বাচিত প্রকাশনা

[সম্পাদনা]

সব কর্ম ফার্সি ভাষায়:

  • ১৯৯৭ "রিওসেনের ইতিহাসের দর্শন সম্পর্কে একটি দ্বিধা"
  • ২০০২ "একটি প্রশ্ন কি?"
  • ২০০৬ "আমেরি নিশাবৌরির দর্শন"
  • ২০০৮ "ইবনে আরাবির দর্শনে শিল্প ও প্রজ্ঞা"
  • ২০০৯ "ফারাবী"
  • ২০১০ "বিস্ময়ের অধিবিদ্যা"
  • ২০১১ "অ্যাভিসেনার মেটাফিজিক"

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরো পড়ুন

[সম্পাদনা]