নানাজী সীতারাম শ্যামকুলে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নানাজী সীতারাম শ্যামকুলে ১৩তম মহারাষ্ট্র বিধানসভার সদস্য। তিনি চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্তর্ভুক্ত। [১] মে, ২০১৩ সালে তিনি বিজেপির মহারাষ্ট্র রাজ্য এসসি সেলে নিয়োগ পেয়েছিলেন। [২] ২০০৯ সালে তিনি বিজেপির সদস্য হিসাবে বিধানসভার সদস্য হন। [৩] এর আগে তিনি নাগপুর পৌর কর্পোরেশনের ১১৪ নম্বর ওয়ার্ড তাকলি সিমের একজন কর্পোরেটর ছিলেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Results of Maharashtra Assembly polls 2014"India Today। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০৮ 
  2. "State BJP revamp has Munde stamp"The Free Press Journal। ২০১৩-০৫-২২। ৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫ 
  3. "Results declared: Winners in Maharashtra"Daily News and Analysis। ২০০৯-১০-২২। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫ 
  4. "Corporators do well in larger arena"Times of India। ২০০৯-১০-২৩। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫