নাটালিয়া ওরেইরো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাটালিয়া ওরেইরো
২০১৮ সালে ওরেইরো
জন্ম
নাটালিয়া মারিসা ওরেইরো ইগলেসিয়াস

(1977-05-19) ১৯ মে ১৯৭৭ (বয়স ৪৬)
মন্টেভিডিও, উরুগুয়ে
কর্মজীবন১৯৯০-এর দশক–বর্তমান

নাটালিয়া মারিসা ওরেইরো ইগলেসিয়াস (স্পেনীয় উচ্চারণ: [naˈtalja oˈɾejɾo] ; জন্ম ১৯ মে ১৯৭৭) একজন উরুগুয়েয়ীয় গায়ক, অভিনেত্রী এবং ফ্যাশন ডিজাইনার। ওরেইরো টেলিনোভেলাসে তার কর্মজীবন শুরু করেন। ২০০৮ সাল থেকে তিনি প্রাথমিকভাবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। ওরেইরো গ্রিনপিস এবং ইউনিসেফের মতো সংস্থাগুলির জন্য সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান করেন, যা পরবর্তীতে তাকে সেপ্টেম্বর ২০১১ সালে আর্জেন্টিনা এবং উরুগুয়ের রাষ্ট্রদূত মনোনীত করেছিল। ইস্কুয়ার ম্যাগাজিনের "দ্য সেক্সিয়েস্ট ওমেন অ্যালাইভ অ্যাটলাস" তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেছিল। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]