বিষয়বস্তুতে চলুন

নাঈম (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাঈম
জন্ম
খাজা নাঈম উদ্দিন মুরাদ

(1970-05-08) ৮ মে ১৯৭০ (বয়স ৫৫)
জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র অভিনেতা
কর্মজীবন১৯৯১–১৯৯৭
দাম্পত্য সঙ্গীশাবনাজ (বি. ১৯৯৪)
পিতা-মাতা
  • খাজা মুরাদ হাফিজ উল্লাহ (পিতা)
  • আছিয়া পন্নী (মাতা)
আত্মীয়ঢাকার নবাব পরিবার

খাজা নাঈম উদ্দিন মুরাদ একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।[]

চলচ্চিত্র জীবন

[সম্পাদনা]

পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে একসঙ্গে পা রাখেন নাঈম ও শাবনাজ।[] এরপর তিনি ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক ছবিতে অভিনয় করেন। নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তাঁদের একসঙ্গে অভিনীত শেষ ছবিটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। নাঈম, ১৯৯৪ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নাঈম প্রডাকশন থেকে 'আগুন জ্বলে' প্রযোজনা করেন। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান' ছবিতে অভিনয় করেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

নাঈম ঢাকার নবাব পরিবারের উত্তরাধিকারী। তিনি নবাব খাজা সলিমুল্লাহর প্রপৌত্র।[] নাঈম ১৯৯৪ সালের ৫ অক্টোবর অভিনেত্রী শাবনাজকে বিবাহ করেন।[] তাঁদের দুই মেয়ে রয়েছে।

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র পরিচালক ভূমিকা সহশিল্পী মন্তব্য
১৯৯১ চাঁদনী এহতেশাম শাবনাজ অভিষেক চলচ্চিত্র এবং চকোরীর পুনঃনির্মাণ
সোনিয়া শাবনাজ
জিদ শাবনাজ
ভালবাসা শাবনাজ
দিল শাবনাজ
অনুতপ্ত শাবনাজ
সাক্ষাত শাবনাজ
টাকার অহংকার শাবনাজ, হুমায়ুন ফরিদী
ফুল আর কাটা শাবনাজ
লড়াই চুমকি
১৯৯৪ আগুন জ্বলে শাবনাজ স্ব প্রযোজনা করেছেন
ঘরে ঘরে যুদ্ধ শাবনাজ
বিষের বাঁশী শাবনাজ
চোখে চোখে শাবনাজ

পুরস্কার এবং স্বীকৃতি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চলচ্চিত্রে ফিরছেন শাবনাজ-নাঈম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২০ 
  2. "নাঈম-শাবনাজ জুটির দাম্পত্য জীবনের সফল ২৩ বছরের গল্প"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২০ 
  3. "ঢাকায় জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন, ক্ষোভ নায়ক নাঈমের"বাংলানিউজ২৪.কম। ১৪ সেপ্টেম্বর ২০২৪। 
  4. "নাঈম-শাবনাজের সংসার জীবনের ২৩ বছর"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২০ 


বহিঃসংযোগ

[সম্পাদনা]