নসীহত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নসীহত (نصيحة ) নাসীহা, নাসীহাহ হল একটি আরবি শব্দ যার অর্থ উপদেশ। এর মানে দায়িত্বশীলতার পরামর্শও হতে পারে (বিশেষত ইসলামী পরিপ্রেক্ষিতে)। ইসলামী নবী মুহাম্মদ দ্বীনকে (ধর্ম) নসীহত (উপদেশ, দ্বায়িত্বশীলতা, উত্তম পরামর্শ) হিসাবে বর্ণনা করেছেন।[১] নসীহত চাওয়াকে সাধারণত নসীহতের বা জ্ঞানের অভাবের তুলনায় অধিকাংশ ক্ষেত্রে কিংবা ভক্তিমূলক আচরণ হিসেবেই ইতিবাচক হিসেবে গণ্য করা হয়। যদিও এই কাজে কাওকে তিরস্কার বা বকাঝকা করা হতে পারে, এটি বেশিরভাগ ক্ষেত্রেই উপদেশদাতা করে থাকেন বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য। নসীহত সাধারণত এটা নিশ্চিত করতে করা হয় যে, কেউ ইসলামের শিক্ষাকে যথাযথভাবে প্রযোগ করছে কিনা।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Khan, M. A. Muqtedar (২০১৯)। Islam and Good Governance: A Political Philosophy of Ihsan (ইংরেজি ভাষায়)। Springer। পৃষ্ঠা 227। আইএসবিএন 978-1-137-54832-0। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০