নলুয়ার হাওর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নলুয়ার হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় হাওর। এই হাওর জগন্নাথপুর উপজেলা ছাড়াও দিরাইছাতক উপজেলায় বিস্তৃত।[১][২][৩]

নলুয়ার হাওর
দেশ বাংলাদেশ
অঞ্চলসমূহ সিলেট বিভাগ, জগন্নাথপুর উপজেলা

অবস্থান ও পরিচিতি[সম্পাদনা]

সুনামগঞ্জ জেলার ধান চাষের সব চেয়ে বড় উৎস এই হাওর। বর্ষাকালে নলুয়ার হাওরের মাধ্যমে নদীপথে বিভিন্ন স্থানে যাতায়াত করা যায়। জগন্নাথপুর উপজেলা মাছ উৎপাদনের জন্য বিখ্যাত একটি স্থান। দেশি হরেক রকমের মাছ উৎপাদনের ক্ষেত্রে নলুয়ার হাওর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।[৪]

অতিথি পাখি[সম্পাদনা]

প্রতিবছর অসংখ্য পরিযায়ী পাখি আসে এই হাওরে। যার মধ্যে রয়েছে বালিহাঁস পাতিসরালি, পানকৌড়ি, সাদাবক ও জল ময়ুরী।

মৎস্যসম্পদ[সম্পাদনা]

নলুয়ার হাওরে প্রায় ২০০ প্রজাতির মাছ রয়েছে। এ হাওরের বিখ্যাত মাছের মধ্যে প্রথমেই উল্লেখ করা যায় মহাশোলের কথা।

উদ্ভিদবৈচিত্র্য[সম্পাদনা]

নলুয়ার হাওরে উদ্ভিদের মধ্যে অন্যতম হলো জলজ উদ্ভিদ। এছাড়া আছে হিজল, করচ, বরুণ, পানিফল, হেলেঞ্চা, বনতুলশী, নলখাগড়া, বল্লুয়া, চাল্লিয়া ইত্যাদি জাতের উদ্ভিদও।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মরতে বসেছে মইয়ার হাওর"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩ 
  2. কল্লোল, কাদির (২০১৭-০৪-২৬)। "হাওরের নি:স্ব মানুষের এলাকা ছেড়ে শহরে পাড়ি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩ 
  3. "হাওরের নাম নলুয়া"বণিক বার্তা :: Bonikbarta.net | A Business News and Entertainment Daily from Bangladesh.। ২০১৯-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩ 
  4. "নলুয়ার হাওর"। ৬ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]