বিষয়বস্তুতে চলুন

নয়নজ্যোতি শর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নয়নজ্যোতি শর্মা
জন্ম (1993-06-03) ৩ জুন ১৯৯৩ (বয়স ৩১)
নলবাড়ি
পেশাচিকিৎসক
ভাষাঅসমীয়া
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
শিক্ষাস্নাতকোত্তর (শল্যতন্ত্র)
শিক্ষা প্রতিষ্ঠানসরকারী আয়ুর্বেদিক মহাবিদ্যালয়
বিষয়গল্পকার, চিকিৎসক
উল্লেখযোগ্য পুরস্কারমুনীন বরকটকী পুরস্কার (২০২৩)
সাহিত্য অকাডেমি যুব পুরস্কার (২০২৪)
দাম্পত্যসঙ্গীমৃদুস্মিতা ভরদ্বাজ

নয়নজ্যোতি শর্মা হলেন একজন অসমীয়া গল্পকার, উইকিমিডিয়ান ও চিকিৎসক। বর্তমানে তিনি নলবাড়ির শুশ্রুষা হাসপাতালে কর্মরত আছেন। [] তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে 'জল কাটা জুই' ছোটগল্পের জন্য মুনিন বরকতকী সাহিত্য পুরস্কার এবং জুন মাসে সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছেন। [] [] ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশিত ছোটগল্পের এই সংকলনটি তার প্রথম প্রকাশিত বই। [] ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত প্রাগজ্যোতিষপুর সাহিত্য উৎসবে তিনি প্রাগজ্যোতিষপুর সাহিত্য পুরস্কারে ভূষিত হন। []

জন্ম ও শিক্ষা

[সম্পাদনা]

ডা. শর্মা ১৯৯৩ সালের ৩ জুন নলবাড়ি জেলার কমারকুছি এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খনিন্দ্র শর্মা এবং মাতার নাম ঊষা দেবী। তিনি ২০১০ সালে নলবাড়ির আসাম একাডেমি থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১২ সালে নলবাড়ি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ২০১৭ সালে তিনি জালুকবাড়ির সরকারি আয়ুর্বেদিক কলেজ থেকে স্নাতক এবং ২০২১ সালে সার্জারিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[]

প্রকাশিত বই

[সম্পাদনা]
  • জল কাটা জুই (২০২২, পূর্বায়ন প্রকাশন)
  • ব্ল্যাক বিউটি (২০২৩, অসম প্রকাশন পরিষদ)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. জাল কটা জুই। পূর্বায়ণ প্রকাশন। ২০২২। আইএসবিএন 978-81-960230-1-0 
  2. "ডাঃ নয়নজ্যোতি শৰ্মালৈ মুনীন বৰকটকী সাহিত্য বঁ‌টা"। দৈনিক অসম। 
  3. "ডাঃ নয়নজ্যোতি শৰ্মালৈ 'যুৱ সাহিত্য অকাদেমি বঁটা' - Sahitya Akademi Yuva Puraskar 2024"। ইটিভি ভারত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪ 
  4. "কাইলৈৰ পৰা গুৱাহাটীত প্ৰাগজ্যোতিষপুৰ সাহিত্য উৎসৱ"। প্রতিদিন। 28-09-2023।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য);
  5. "সাহিত্য অকাডেমিৰ বঁ‌টা পাঁ‌চগৰাকী অসম সন্তান"। দৈনিক অসম। 16-06-2024।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য);