নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ
ধরনডিগ্রি কলেজ
স্থাপিত১৯৪২
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিকল্যাণী বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttps://nvc.ac.in/
মানচিত্র

নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ হল নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ শহরের একটি কলেজ বা মহাবিদ্যালয়। এই কলেজটি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজে বিজ্ঞান ও কলা বিষয়ে ডিগ্রি কোর্স করানো হয়। কলেজটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনুমদিত।[১]

বিভাগ[সম্পাদনা]

নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ১৮ টি বিভাগ রয়েছে। বিভাগসমূহ বিজ্ঞান, কলা ও বাণিজ্য শিক্ষা শাখার অন্তর্গত।[২]

বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ তালিকা আকারে প্রকাশ করা হল:

বিজ্ঞান কলা বাণিজ্য
  • রসায়ন বিভাগ[৩]
  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • গণিত বিভাগ
  • উদ্ভিদবিজ্ঞান বিভাগ
  • প্রাণিবিদ্যা বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • পরিবেশবিদ্যা বিভাগ
  • কম্পিউটার বিজ্ঞান বিভাগ
  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • সংস্কৃতি বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • ভূগোল বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • দর্শনশাস্ত্র বিভাগ
  • শারীরিক শিক্ষা বিভাগ
  • এডুকেশন বিভাগ
  • বাণিজ্য বিভাগ

পঠন-পাঠন[সম্পাদনা]

স্নাতক কোর্সের জন্য—কলা (বিএ) ও বিজ্ঞান (বিএসসি) শাখায় ভর্তির হতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংশয় পত্র পরীক্ষার ভিত্তিতে বা কোনও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাধিক কোর্সে সরাসরি আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফল ও উপলব্ধ আসনের সংখ্যা অনুযায়ী সংক্ষিপ্ত তালিকাভুক্ত হন। যে কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাঁচ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।

অনুমোদিত[সম্পাদনা]

কলেজটি ১৯৯৯ সাল থেকে কল্যানী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং ইউজিসি অনুমোদিত।[৪] এটি যথাক্রমে ২০০৭ সালের ১৭ই এপ্রিল ও ২০১৭ সালের ৩০শে অক্টোবর ন্যাক সমীক্ষায় বি-গ্রেড কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে।[৫]

প্রাক্তনী[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Affiliated College of University of Kalyani"। ১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭ 
  2. "Faculties"। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১ 
  3. "Department of Chemistry"। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১ 
  4. "Colleges in West Bengal, University Grants Commission"। ১৬ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭ 
  5. "Institutions Accredited / Re-accredited by NAAC with validity" (পিডিএফ)National Assessment and Accreditation Council। মে ১২, ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২