বিষয়বস্তুতে চলুন

নবজাতক (কাব্যগ্রন্থ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নবজাতক-রবীন্দ্রনাথ ঠাকুর

নবজাতক হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[][] এটি ১৯৪০ সালে প্রকাশিত হয়। [][] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[] এতে সর্বমোট ৩৫-টি কবিতা রয়েছে।[]

মূল বিষয়বস্তু

[সম্পাদনা]

নীতিহীন মানবসভ্যতার আবর্জনাময় স্বরূপ ও অধর্মের প্রবাহমানবতার বিরুদ্ধে রবীন্দ্রনাথ সোচ্চার হয়েছেন "নবজাতক" কাব্যে। রাষ্ট্রের মূঢ়তা ও বিদেশী শক্তির ক্রূরতার প্রতি তিনি বিক্ষোভ প্রদর্শন করেছেন।[]

কবিতার তালিকা

[সম্পাদনা]

"নবজাতক" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলি হল[]

১. নবজাতক

২. উদ্বোধন

৩. শেষ দৃষ্টি

৪. প্রায়শ্চিত্ত

৫. বুদ্ধভক্তি

৬. কেন

৭. হিন্দুস্থান

৮. রাজপুতানা

৯. ভাগ্যরাজ্য

১০. ভূমিকম্প

১১. পক্ষীমানব

১২. আহ্বান

১৩. রাতের গাড়ি

১৪. মৌলানা জিয়াউদ্দীন

১৫. অস্পষ্ট

১৬. এপারে-ওপারে

১৭. মংপু পাহাড়ে

১৮. ইস্টেশন

১৯. জবাবদিহি

২০. সাড়ে ন'টা

২১. প্রবাসী

২২. জন্মদিন

২৩. প্রশ্ন

২৪. রোম্যান্টিক

২৫. ক্যান্ডীয় নাচ

২৬. অবর্জিত

২৭. শেষ হিসাব

২৮. সন্ধ্যা

২৯. জয়ধ্বনি

৩০. প্রজাপতি

৩১. প্রবীণ

৩২. রাত্রি

৩৩. শেষ বেলা

৩৪. রূপ-বিরূপ

৩৫. শেষ কথা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
  2. "রবীন্দ্রনাথ ঠাকুর"Bengali Grammar । বাংলা ব্যাকরণ (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৫ 
  3. নবজাতক – রবীন্দ্র রচনাবলী

বহিঃসংযোগ

[সম্পাদনা]