নতুন সমাজতন্ত্রী আন্দোলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিউ সোশ্যালিস্ট মুভমেন্ট হল ভারতের গুজরাতের একটি রাজনৈতিক দল। এটি ২০০২ সালের গুজরাত সহিংসতার পরে জনসংঘর্ষ মঞ্চ এবং গুজরাট ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃত্বে গঠিত হয়েছিল। দলের সাধারণ সম্পাদক অমরীশ প্যাটেল।[১] দলটি ২০০৭ সালে ভারতের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছিল।[১]

ইতিহাস[সম্পাদনা]

এনএসএম-এর নেতৃত্বে ট্রেড ইউনিয়ন আন্দোলনের কর্মীদের অন্তর্ভুক্ত যারা ১৯৮০ এর দশকে গবেষণা, উন্নয়ন, প্রশিক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সংগঠিত করেছিল। ২০১১ সালে দলের চেয়ারম্যান ছিলেন মুকুল সিনহা (মৃত্যু ২০১৪), ১৯৭৯ সালে গঠিত পিআরএল এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিষ্ঠাতা। সাধারণ সম্পাদক অমরীশ প্যাটেল গুজরাট মজদুর সভার সম্পাদক।[তথ্যসূত্র প্রয়োজন]

নির্বাচনী ইতিহাস[সম্পাদনা]

দলের চেয়ারম্যান মুকুল সিনহা ২০০৭ সালে গুজরাত বিধানসভা নির্বাচনে আহমেদাবাদের একটি মুসলিম অধ্যুষিত আসন শাহপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু ২৫৫ (০.৪৪%) ভোট পেয়ে তার জামানত হারান।[২][৩] ২০১২ সালে সিনহা আহমেদাবাদের সবরমতি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৮৬০ (১.২৩%) ভোট পেয়ে আবার হেরে যান।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Hindu : National : New political party launched in Gujarat
  2. "Civil rights advocate Mukul Sinha is contesting elections as another 'experiment' in Guj"। ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৩ 
  3. Gujarat Assembly Election 2007: Shahpur
  4. Gujarat Assembly Election 2012: Sabarmati

বহিঃসংযোগ[সম্পাদনা]