নতুন গটঙা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিল

নতুন গটঙা নগাঁওর পূর্বদিকে ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত ভারতবর্ষের আসাম রাজ্যর নগাঁও জেলার একটি গ্রাম। নতুন গটঙার আগের নাম ছিল গটঙা। নতুন গটঙা, গটঙা ভি.আই.পি. রোডে অবস্থিত। এই গ্রামের মোট জনসংখ্যা ৩০০০ জনের অধিক। নতুন গটঙা গ্রামটি গটঙা হরি মন্দিরের নাম কীর্তন উৎসবের জন্য বিখ্যাত। জাতীয় মহাসড়ক ১২৭ এবং কলং নদী নতুন গটঙা গ্রামের মাঝখানে দিয়ে গিয়েছে।

এএইচ-১, এনএইচ-২৭, এটি সড়ক

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

ব্রহ্মপুত্র নদের একটি উপনদী কলং নদী নতুন গটঙা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যা গ্রামটিকে নতুন গটঙা এবং চকিটুপ দুটি স্বতন্ত্র অঞ্চলে বিভাজিত করে। নতুন গটঙার উত্তরে কলং নদী। পূর্বদিকে গটঙা বিসর্জন ঘাট। পশ্চিমে গটঙা বাংলা স্কুল। দক্ষিণে গটঙা বিলপার। মধ্য নতুন গটঙা সড়ক এবং গটঙা হরি মন্দির

নতুন গটঙা গুরুত্বপূর্ণ স্থান[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]