ধ্রুবজ্যোতি ফুকন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধ্রুবজ্যোতি ফুকন
২০১১ সালে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনছারি থেকে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকর জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করে থাকা অবস্থাত ধ্রুবজ্যোতি ফুকন
জন্ম (1964-06-17) ১৭ জুন ১৯৬৪ (বয়স ৫৯)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামডিজে ফুকন
শিক্ষাযান্ত্রিক প্রকৌশলী
মাতৃশিক্ষায়তনআসাম প্রকৌশল মহাবিদ্যালয়
পেশাসঙ্গীত পরিচালক, সঙ্গীত প্রযোজক, সঙ্গীত ব্যবস্থাপক, সঙ্গীত পরিদর্শক, আবহ সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত প্রগ্রেমার
কর্মজীবন১৯৮৯–বর্তমান পর্যন্তকে
দাম্পত্য সঙ্গীশাশ্বতী ফুকন
সন্তানশ্রেয়া ফুকন
আয়ুসজ্যোতি ফুকন
পিতা-মাতাঅতুলানন্দ ফুকন
অমিয়া ফুকন

ধ্রুবজ্যোতি ফুকন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, সঙ্গীত প্রযোজক, সঙ্গীত ব্যবস্থাপক, সঙ্গীত পরিদর্শক, আবহ সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত প্রগ্রেমার। তিনি বিশেষত হিন্দী এবং অসমীয়া চলচ্চিত্র জগতের সাথে জড়িত।[১] তাঁকে ডিজে ফুকন হিসাবে পরিচিত ধ্রুবজ্যোতি ফুকনে বহুতো পুরস্কার এবং সম্মান লাভ করেছে। হিন্দী ছোটছবি পনচক্কীর সঙ্গীত পরিচালনার জন্য তিনি ২০১১ সাল অদর্শিত ছবির শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকর জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

১৯৬৪ সাল ১৭ জুন তারিখে আসামের ডিব্রুগড়তে ধ্রুবজ্যোতি ফুকনর জন্ম হয়েছিল। তাঁর পিতা অতুলানন্দ ফুকন এবং মাতা অমিয়া ফুকন। তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আসাম প্রকৌশল মহাবিদ্যালয় থেকে যান্ত্রিক প্রকৌশলের স্নাতক ডিগ্রী লাভ করেছিলেন।

সঙ্গীত পরিচালক হিসাবে[সম্পাদনা]

২০০৩ সালে তিনি রবীনা টেণ্ডন প্রডাকশন ছবি স্টাম্পড-এর মাধ্যমে প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন।[৩][৪] হিন্দী ছোটছবি পনচক্কীর সঙ্গীত পরিচালনার জন্য তিনি ২০১১ সালের অদর্শিত ছবির শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকর জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। ২০১২ সালে ভারতের উপরাষ্ট্রপতির থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেছিলেন।[৫][৬][৭] তিনি জাহ্নু বরুয়ার বান্ধোন এবং অজেয় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন।[৮][৯][১০] দুটি ছবি শ্রেষ্ঠ অসমীয়া ছবি'র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Directorate of Film Festivals." (পিডিএফ)Directorate of Film Festivals.। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬ 
  2. "Assam to Bollywood – Music Producer Dhrubajyoti Phukan's Journey"Youtube। SudeepAudio। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬ 
  3. "Don't be 'Stumped' with this flick"BBC। Manish Gajjar। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬ 
  4. "Stumped by a forgettable experiment"Rediff। Priya Ganapati। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬ 
  5. "59th National Film Awards for the Year 2011 Announced"। Press Information Bureau Government of India। PIB। ৭ মার্চ ২০১২। 
  6. "Panchakki Promo"Youtube। Sanjeev Rattan। 
  7. "Ansari presents Phalke Award to Soumitra Chatterjee, 59th National Film Awards"। Net India। ৩ মে ২০১২। 
  8. "Official Trailer-Baandhon"Youtube। PVR। 
  9. "Trailer of Jahnu Barua's AJEYO"Youtube। Jahnu Barua। 
  10. "Invincible (Ajeyo): Mumbai Review"। The Hollywood Reporter। ২৩ অক্টোবর ২০১৩।