ধনঞ্জয় চট্টোপাধ্যায়
অবয়ব
ধনঞ্জয় চট্টোপাধ্যায় | |
---|---|
![]() | |
জন্ম | ধনঞ্জয় চট্টোপাধ্যায় ১৪ আগস্ট ১৯৬৫ কুলুদিহি, পশ্চিমবঙ্গ, ভারত |
মৃত্যু | ১৪ আগস্ট ২০০৪ | (বয়স ৩৯)
মৃত্যুর কারণ | ফাঁসি |
অপরাধীর অবস্থা | মৃত্যুদণ্ড |
দণ্ডাদেশের কারণ | হত্যা ধর্ষণ |
বিস্তারিত | |
আক্রান্ত ব্যক্তি | হেতাল পারেখ |
তারিখ | ৫ মার্চ ১৯৯০ |
ধনঞ্জয় চট্টোপাধ্যায় (১৪ আগস্ট, ১৯৬৫ - ১৪ আগস্ট ২০০৪) একমাত্র ব্যক্তি ছিলেন যিনি ভারতে একুশ শতকে সন্ত্রাসবিরোধী অপরাধী না হয়েও মৃত্যুদন্ডে দণ্ডিত হন।
ইতিহাস
[সম্পাদনা]১৪ ই আগস্ট, ২০০৪ তারিখে কলকাতার আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগারে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর হয়।[১] ১৪ বছর বয়সী স্কুল ছাত্রী হেতাল পারেখ ধর্ষণ ও হত্যার অপরাধে তাকে অভিযুক্ত করা হয়।
বিতর্ক
[সম্পাদনা]মৃত্যুদন্ড কার্যকর করা নিয়ে জনসাধারণর বিতর্কে জড়িয়ে পড়েন এবং সংবাদ পত্রের গুরুত্ব সহকারে তা প্রকাশ হতে থাকে। ধনঞ্জয় কে বিচারে দোষী প্রমাণিত করার জন্য পর্যাপ্ত সাক্ষি প্রমাণ উপস্থাপন করা হয় নি। যা ১৪ বছরেরও বেশি সময় ধরে চলে।[২]