দ্বীপন্তি (রং)
দ্বীপন্তি | |
---|---|
![]() | |
হেক্স ট্রিপলেট | #FFFFF0 |
sRGBB (r, g, b) | (255, 255, 240) |
CMYKH (c, m, y, k) | (0, 0, 6, 0) |
HSV (h, s, v) | (60°, 6%, 100%) |
উৎস | X11 |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
দ্বীপন্তি, গজদন্ত বা আইভরি হল একরকম হলদে সাদা রঙ যা হাতির দাঁতের সাথে সাদৃশ্যপূর্ণ।
১৩৮৫ সালে ইংরেজিতে রঙটির নামকরণ করা হয় আইভরি। [১]
হাতি বা দ্বীপের দন্তের মতো দেখায় বলে বাংলায় এর পরিশব্দ করা হয়েছে দ্বীপন্তি বা গজদন্ত।
প্রকৃতিতে দ্বীপন্তি রংয়ের ব্যবহার[সম্পাদনা]
বৃক্ষ[সম্পাদনা]
- দ্বীপন্তী রঙের সিম্বিডিয়াম অর্কিডের একটি প্রজাতি।
পাখি[সম্পাদনা]
- দ্বীপন্তি বেশ কয়েকটি পাখির নামে তাদের চেহারা বর্ণনা করার জন্য বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে দ্বীপন্তি গল, দ্বীপন্তি-পিঠে গিটগিট, দ্বীপন্তি-ঠোঁটি আরাকারি, দ্বীপন্তি-ঠোঁটি কাঠবোলা, দ্বীপন্তি-ঠোঁটি কাঠঠোকরা এবং দ্বীপন্তি-বুক পিট্টা।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 197; Color Sample of Ivory: Page 43 Plate 10 Color Sample B12