দেবব্রত বিশ্বাস (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেবব্রত বিশ্বাস
সংসদ সদস্য, রাজ্যসভা
কাজের মেয়াদ
৩ এপ্রিল ১৯৯০ – ২ এপ্রিল ১৯৯৬
কাজের মেয়াদ
৩ এপ্রিল ১৯৯৬ – ২ এপ্রিল ২০০২
কাজের মেয়াদ
৩ এপ্রিল ২০০২ – ২ এপ্রিল ২০০৩
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1945-09-28) ২৮ সেপ্টেম্বর ১৯৪৫ (বয়স ৭৮)
কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
জাতীয়তা ভারত
রাজনৈতিক দলঅল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক
দাম্পত্য সঙ্গীShrimati Swapna Biswas
সন্তান1
বাসস্থানকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জীবিকারাজনীতিবিদ

দেবব্রত বিশ্বাস (জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯৪৫) একজন রাজনীতিবিদ এবং ১৯৯৭ সাল থেকে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক। তিনি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী ভারতের সংসদ সদস্য ছিলেন।

তিনি চার মেয়াদে রাজ্যসভার সদস্য ছিলেন, ৩-৪-১৯৯০ থেকে ২-৪-১৯৯৬, 3-4-1996 থেকে 2-4-2002 এবং 3-4-2002 থেকে 2-4-2008 এবং 3-4- 2008 থেকে 2-4-2014। তবে তিনি 23-9-2008 তারিখে পদত্যাগ করেন।[১]

তিনি রাজ্যসভায় ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন। তিনি শ্রীমতি স্বপ্না বিশ্বাসকে বিয়ে করেছেন এবং তার একটি কন্যা রয়েছে। তিনি কলকাতায় থাকেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Biswas Shri Debabrata -8"। Rajya Sabha Secretariat, New Delhi। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪ 
  2. "Rajya Sabha Members' Biographical Sketches 1952 - 2003" (পিডিএফ)। Rajya Sabha Secretariat, Parliament House, New Delhi.। 

বহিঃসংযোগ[সম্পাদনা]