দেনাপাওনা (ছোটগল্প)
দেনাপাওনা (ইংরেজি: "The Matrimonial Deal" বা "Debit and Credit") হল ১৮৯১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত একটি বাংলা ছোটোগল্প। এটি নিরুপমার হৃদয়বিদারক গল্প। গল্পের মূল বিষয়বস্তু হল যৌতুক।[১][২]
কাহিনী-সারাংশ
[সম্পাদনা]নিরুপমা ছিল রামসুন্দর মিত্রের সুন্দরী এবং পরিণত কন্যা। তার বিয়ে হয়েছিল রায়বাহাদুরের ছেলের সাথে। তার বাবা প্রস্তাবিত পণ দিতে না পারায় শ্বশুরবাড়িতে নিরুপমাকে নির্যাতন করা হচ্ছিল। রামসুন্দর এর জন্য তার বাড়ি বিক্রি করে দেন কিন্তু নিরুপমা তার বাবাকে পণ দিতে নিষেধ করে। নির্যাতনের কারণে, সে তার নিজের স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদাসীন ছিল এবং শেষ পর্যন্ত সে মারা যায়।[১][৩]
বিশেষ কথা
[সম্পাদনা]এই সময়ের প্রতিবেদন অনুসারে, "রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা গল্পের অন্যতম চরিত্র নিরুপমা। পাঁচ ছেলের জন্মের পর আদর করেই বাবা-মা মেয়েটার নাম রেখেছিলেন ‘নিরুপমা’। এই নিরুপমা শব্দের অর্থ অতুলনীয়া। তবে এই মেয়েটার সংসার-জীবন সুখের হয়নি। পণপ্রথা যে অভিশাপ আজও আমরা মুক্ত হতে পারিনি।"[২]
"মেয়েটা যখন বলে— টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোন মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি, যতক্ষণ টাকা আছে, ততক্ষণ আমার দাম!’ বলিষ্ঠ এই বক্তব্যে নিরুপমা যথার্থই নিরুপমা। আজ থেকে প্রায় ১৩২ বছর আগে (১২৯৮) রবীন্দ্রনাথের হাতে গড়া এই মেয়েটার কোনও তুলনা হয়?"[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "The Sunday Tribune - Spectrum"। www.tribuneindia.com। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৭।
- ↑ ক খ গ "নিরুপমা"। Eisamay। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৪।
- ↑ "দেনাপাওনা (The Dowry Death)"। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৭।