দেওয়ান সিরাজুল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেওয়ান সিরাজুল হক
কুমিল্লা-৪ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ – ২৪ মার্চ ১৯৮২
পূর্বসূরীসিরাজুল হক (বাচ্চু মিয়া)
উত্তরসূরীআসন বিলুপ্তি
ব্যক্তিগত বিবরণ
জন্মব্রাহ্মণবাড়িয়া
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

দেওয়ান সিরাজুল হক বাংলাদেশের রাজনীতিবিদ যিনি তৎকালীন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।তিনি স্বেপ্টেম্বরের ৩ তারিখ ২০০২ সালে কোমায় থেকে স্ট্রোকের কারণে ঢাকা মডিকেলে মারা যান।[সম্পাদনা]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

দেওয়ান সিরাজুল হক ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

দেওয়ান সিরাজুল হক ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান সড়ক পরিবহন কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।[১] তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তৎকালীন কুমিল্লা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩] ১৯৬৪ সালে তিনি বাংলাদেশ মজদুর ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. East Pakistan Labour Journal (ইংরেজি ভাষায়)। Labour Directorate, Government of East Pakistan.। ১৯৬৯। 
  2. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. The Election Archives (ইংরেজি ভাষায়)। Shiv Lal। ১৯৮১। 
  4. Countries, International Center for Public Enterprises in Developing (১৯৮০)। Workers' Self-management and Participation in Decision-making as a Factor of Social Change and Economic Progress in Developing Countries: Bangladesh, Malta, Peru, Yugoslavia (ইংরেজি ভাষায়)। ICPE।