দেউচা পাঁচামি কয়লা খনি

স্থানাঙ্ক: ২৩°৫৯′২৬″ উত্তর ৮৭°৩১′২৭″ পূর্ব / ২৩.৯৯০৬° উত্তর ৮৭.৫২৪২৫° পূর্ব / 23.9906; 87.52425
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেউচা পাঁচামি কয়লা খনি
অবস্থান
দেউচা পাঁচামি পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
দেউচা পাঁচামি
দেউচা পাঁচামি
পশ্চিমবঙ্গে অবস্থান
অবস্থানদেউচা, পাঁচামি
রাজ্যপশ্চিমবঙ্গ
দেশভারত
স্থানাঙ্ক২৩°৫৯′২৬″ উত্তর ৮৭°৩১′২৭″ পূর্ব / ২৩.৯৯০৬° উত্তর ৮৭.৫২৪২৫° পূর্ব / 23.9906; 87.52425
ইতিহাস
চালু২০১৭
মালিক
কোম্পানিবীরভূম কয়লা খনি অঞ্চল
ওয়েবসাইটhttp://www.easterncoal.gov.in/

দেউচা পাঁচামি কয়লা খনি বা দেউচা পাঁচামি কয়লা ব্লক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার মহম্মদ বাজার সমষ্ঠি উন্নয়ন ব্লকের অন্তর্গত দেউচা ও পাঁচামি এলাকায় অবস্থিত একটি কয়লা খনি। এটি ভারতের বৃহত্তম কয়লা খনি। এই কয়লা খনি বা ব্লকটি বীরভূম কয়লা খনি অঞ্চলের অন্তর্গত। পশ্চিমবঙ্গের বীরভূম কয়লাক্ষেত্রের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত। প্রায় ১০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত। দেউচায় প্রায় ২১০ কোটি ২০ লাখ টন কয়লা মজুত রয়েছে।[১][২] কয়লা মজুতের পরিমানের হিসাবে এই কয়লা খনিটি ভারতেরএশিয়ার বৃহত্তম[১][২] এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি।[১][৩] এটি পশ্চিমবঙ্গের নবীনতম কয়লা খনি।[৪]

পরিবহন[সম্পাদনা]

রেলপথ[সম্পাদনা]

এই কয়লা খনি থেকে নিকটতম সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশন

রাস্তা[সম্পাদনা]

পানগড়-মোরগ্রাম হাইওয়ে এই কয়লা খনি বা ব্লক দিয়ে গিয়েছে।

গুরুত্ব[সম্পাদনা]

এই কয়লাখনি থেকে কয়লা তোলার কাজ শুরু হলে কমপক্ষে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এই কাজে। এই খনি থেকে কয়লা উত্তোলন শুরু হলে এনটিপিসি-কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা দেওয়া সম্ভব হবে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দেউচা পাঁচামি নিয়ে আশ্বাস কয়লামন্ত্রীর"। আনন্দবাজার পত্রিকা। ১২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০ 
  2. "India's largest coal mine coming up at Birbhum: Mamata" 
  3. "World's second largest coal block to settle displaced family first" (ইংরেজি ভাষায়)। economictimes.indiatimes.com। ১১ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০ 
  4. "deucha coal block"। ejatlas। 

বহিঃসংযোগ[সম্পাদনা]