দুরুল হুদা
দুরুল হুদা | |
---|---|
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র | |
কাজের মেয়াদ ১৬ এপ্রিল ১৯৯০ – ৬ নভেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | আব্দুল হাদী |
উত্তরসূরী | মেসবাহ উদ্দীন আহম্মেদ |
রাজশাহী-১ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
পূর্বসূরী | মুজিবুর রহমান |
উত্তরসূরী | আমিনুল হক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৫৫ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পূর্ব পাকিস্তান |
মৃত্যু | ৩ ফেব্রুয়ারি ২০২০ (বয়স ৬৪) স্কয়ার হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
দুরুল হুদা (১৯৫৫ – ৩ ফেব্রুয়ারি ২০২০) বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ ছিলেন যিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একজন সাংসদ ছিলেন। এছাড়া, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
জীবনী
[সম্পাদনা]দুরুল হুদা ১৯৫৫ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোল্লাটোলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।[১][২] ১৯৭১ সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।[৩]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]দুরুল হুদা ১৯৮৮ সালে রাজশাহী-১ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪] ১৯৯০ সালের ১৬ এপ্রিল থেকে ১৯৯০ সালের ৬ নভেম্বর পর্যন্ত তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[৫] মেয়র থাকাকালীন সময়ে তিনি উপমন্ত্রীর সমান মর্যাদা লাভ করেছিলেন।[৬] এছাড়া, তিনি রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।[৭]
মৃত্যু
[সম্পাদনা]দুরুল হুদা ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার স্কয়ার হাসপাতালে ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৬][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রাসিকের সাবেক মেয়র দুরুল হুদার ইন্তেকাল"। ইত্তেফাক। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "রাসিকের সাবেক মেয়র দুরুল হুদার ইন্তেকাল"। ইনকিলাব। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা দুরুল হুদা আর নেই"। আলোকিত বাংলাদেশ। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "List of 4th Parliament Members" (পিডিএফ)। জাতীয় সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "পূর্বতন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক" (পিডিএফ)। রাজশাহী সিটি কর্পোরেশন। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "সাবেক এমপি ও সিটি মেয়র দুরুল হুদা আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ৩ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "সাবেক রাসিক মেয়র দুরুল হুদার ইন্তেকাল"। আমাদের সময়। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "সাবেক রাসিক মেয়র দুরুল হুদা আর নেই"। মানবজমিন। ৩ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।