দিয়েগো ওলিভেইরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিয়েগো ওলিভেইরা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দিয়েগো কেইরোজ দে ওলিভেইরা
জন্ম (1990-06-22) ২২ জুন ১৯৯০ (বয়স ৩৩)
জন্ম স্থান কুরিতিবা, ব্রাজিল
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
টোকিও
জার্সি নম্বর
যুব পর্যায়
পারানা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০০৯ পারানা (০)
২০০৯–২০১০ আল মুসাইমির (০)
২০১০–২০১৩ নোরোয়েস্তে (০)
২০১১সুওন ব্লুউইংস (ধার) (০)
২০১২বাইয়া (ধার) (০)
২০১৩–২০১৪ ওদাস্কো আউদাক্স (০)
২০১৪–২০১৫ বোয়া ২৪ (৫)
২০১৫ লিনেন্সে (০)
২০১৫ পোন্তে প্রেতা ৩১ (৩)
২০১৬–২০১৮ কাশিওয়া রেইসোল ৫৭ (১৬)
২০১৮টোকিও (ধার) ৩২ (১৩)
২০১৯– টোকিও ৯৬ (৩৬)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:০০, ২২ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

দিয়েগো কেইরোজ দে ওলিভেইরা (পর্তুগিজ: Diego Oliveira; জন্ম: ২২ জুন ১৯৯০; দিয়েগো ওলিভেইরা নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব টোকিওয়ের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

দিয়েগো কেইরোজ দে ওলিভেইরা ১৯৯০ সালের ২২শে জুন তারিখে ব্রাজিলের কুরিতিবায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "選手 & スタッフ– FC東京オフィシャルホームページ" [খেলোয়াড় ও কর্মকর্তা – ফুটবল ক্লাব টোকিও]। fctokyo.co (জাপানি ভাষায়)। চোফু, টোকিও, জাপান: টোকিও। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  2. "FC Tokyo – J.LEAGUE" [ফুটবল ক্লাব টোকিও – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]