ধিবেহী কওমি দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দিভেহি কওমি পার্টি থেকে পুনর্নির্দেশিত)

দিভেহি কওমি পার্টি (ধিবেহী: ދިވެހި ޤައުމީ ޕާޓީ) মালদ্বীপের একটি রাজনৈতিক দল ছিল। এটি নির্বাচন কমিশনে ৫ সেপ্টেম্বর ২০০৮ এ নিবন্ধিত হয়েছিল।[১] এবং ২০১৩ সালে বিলুপ্ত হয়ে যায়।

দলটির ২০০৮ সালের রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন ড. হাসান সাঈদ। তার রানিংমেট ছিলেন ডাঃ আহমেদ শহীদ। ডাঃ হাসান মাউমুন আব্দুল গাইয়ুমের মেয়াদে মালদ্বীপের সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন। শহীদ মামুনের মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং নাশিদের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Two political parties registered"। Maldives Chronicle। ২০০৮-০৯-০৫। ২০১৬-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-০৬